
মেয়ে তুমি
রান্না থেকে হাসি-কান্না
চুলের খোঁপা
গুনগুন গান
সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড
এমনকি সামলাতে পারো
দশ হাত শাড়ি
পারলে না আমায় সামলাতে
পারলে না আমার প্রেমিকা হতে ।
যে বাবলা গাছ একলা দাঁড়িয়ে
যার গোটা শরীর রোদ গিলে খাচ্ছে
যার শেকড়ে ঘুরঘুর করছে
পিঁপড়ের দল
কয়েকটা গর্তে বন্দী বৃষ্টি জল
যার পাতার রঙ ঘন সবুজ
যার ডালে দুটি পাখি সমানে বেসরমের মতো
ঠোঁট ঘষে যাচ্ছে
তার ঠিক বরাবর
আমার ঘর
মাত্র কয়েক কদম
দুয়ার খোলা থাকে
যেকোনো দিন হানা দিও।
মরাল গামিনী শোন,
তুমি তাকালে
মরা প্রেম মাথাচাড়া দিয়ে উঠে
ভেতরকার রক্ত এবং হরমোন টগবগিয়ে ছুটে।
তুমি হাসলে
মট মট করে সমস্ত দু:খ ভাংগে
বুক গহিনে যে বিশ্বাস
চুপচাপ ঘুমায়
সে জাগে।
তুমি কাছে এলে
শামুক গতির জীবন
আলোর বেগে।
আর যদি চুমু খাও
উফফ !
তবে তো কথাই নাই
উ - লা - লা
আমি সপ্তমে
গোটা শরীর গলে তীব্র গরমে
উলটপালট সবখানে
ষাট বছরের ক্ষুদ্র জীবন হাজারে
উত্তরের হাওয়া দখিনে।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০২৩ বিকাল ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




