
আমি নিজেকে তোমার কাছে পুরোপুরি সঁপে দিয়েছি
বলা চলে
একদম উজাড় করেই দিয়েছি
সে অর্থে তোমার যা ইচ্ছে করার মানুষ
অথবা পুতুল আমায় বলতে পারো।
তুমি ভালো রাখলে আমি ভালো
মন্দ রাখলে মন্দ
সুখ দিলে সুখ
দুখ দিলে দুখ
আসলে বলতে চাইছি,
ভাতের দানা একটার সাথে একটা যেমন মিশে
অমন মিশে যেতে ইচ্ছে করে তোমার সনে
যদিও বিষয়টি
একান্তই তোমার ইচ্ছের উপর দাঁড়িয়ে।
আমি নিজেকে তোমার ভেতরের কেউ হিসেবে গড়ে তোলার চেষ্টায় আছি
হয়তো কিছুটা ফাঁকা থাকতে পারে
গোটা দুনিয়াই তো ফাঁকা
আমার না হয় রইল কিছু দোষ
তুমি সেগুলি মুছে দিও
প্রেম দিয়ে
চুমু দিয়ে
দিবে তো?
যদিও সমস্তটা তোমার ইচ্ছের উপর
হ্যাঁ হলে হ্যাঁ
না হলে না
জবরদস্তি করা কোনকালেই আমার পছন্দের তালিকায় নেই
জীবন তো ফুরিয়ে এলো
ফুরিয়ে গেলো
আসলে
তুমি ছাড়া আমি
আমি থাকি নাকি
বিধ্বস্ত চুরমার
নোনা জলে ডোবা প্রাণহীন টাইটানিক।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২৩ বিকাল ৩:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




