
ইচ্ছে করে
থেঁতলে দেই তোমার অসুস্থ মগজ হামানদিস্তায়
পরক্ষণেই ভাবি,
তোমার আমার ফারাকটা এখানেই
হতে পারিনি
তোমার মতো ঠান্ডা মাথার খুনি!
জলের গভীরের শ্যাওলা
ও তোমার চেয়ে সুখী
কমলা রঙের রোদ
নোংরা কাপড়ের আধা ন্যাংটো ভিখারি
তোমার চেয়ে অনেক দামী
রক্ত, চামড়া , কোষে
তোমার ভীষণ গোলযোগ
ঠিক কর
ঠিক কর এক্ষুনি।
কবিতা লিখতে যেয়ে থেমে যাচ্ছি বারবার
এ নয় প্রথমবার
মনে হচ্ছে,
প্রতিটা দাড়ি, কমা, সেমিকোলন
করছে চিৎকার
প্রতিটা শব্দ এক একটি জ্যান্ত লাশ!
কেমন বদলে দিচ্ছ তুমি
কবিতা থেকে ইতিহাস।
আমার কবিতা অ্যানেস্থেশিয়া নয়
গিলে নিবে সমস্ত ব্যাথা ক্ষত
যুদ্ধের কথা বলে সমস্ত ধর্মগ্রন্থ।
অস্ত্র বানাছ যারা
খানকির ছেলে তোরা
এই বলে,
কবিতার আপাতত ইতি টানি।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




