
শনিবার ছিল নিষিদ্ধ দিন
তোমাদের কাছে ছিল লোভনীয় এবং রঙিন
বানর, শুয়োর টিকে ছিল মাত্র তিন দিন!
নুয়ে পড়না বন্ধু
ধৈর্যশীল হও
সময় ফিরবে
তুলে নাও পাঁচটি পাথর যা খুব মসৃণ।
বিশ্বাস থাকলে হাতের তালুতে লোহা গলে
হারানো স্বদেশ আপনা আপনি মিলে
যে সিন্দুক নিজেই আসে কাছে
যা বর্নিত রয়েছে সম্মানিত কিতাবে
ভুলে যেওনা সে নিদর্শন।
নুয়ে পড়না বন্ধু
ধৈর্যশীল হও
সময় ফিরবে
বানর, শুয়োর টিকে ছিল মাত্র তিন দিন!
তুলে নাও পাঁচটি পাথর যা খুব মসৃণ।
দুইজন আগুন্তক অনুমতি ছাড়া
নির্জন কক্ষে ঢুকে
দাউদ ক্ষমা চায়
লুটিয়ে পড়ে সিজদায়
না জানি স্রষ্টা রেগে যায়
মুলত জালিমরা নিজের নবীকে
ছোট করে মনগড়া গল্প সাজায়।
নুয়ে পড়না বন্ধু
ধৈর্যশীল হও
সুদিন ফিরবে
বানর, শুয়োর টিকে ছিল মাত্র তিন দিন!
তুলে নাও পাঁচটি পাথর যা খুব মসৃণ।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




