
যে জায়গায় দাঁড়িয়ে আছেন
এক সময় ইহা নদী ছিল
এতে প্রচুর মাছ পাওয়া যেত
দুই পাড়ের ইটের ভাটা এবং
সিমেন্ট ফ্যাক্টরি
চোখের সামনে এসব গপাগপ গিলে খেল ।
সরকার?
প্রশাসন?
ওরা তো আজীবন বুলি কপচিয়ে
পকেট ভরে নিল।
হুম, এ সত্যি !
আর দূরে সারি সারি ঐ যে ইমারত দেখছেন
উহা সবুজে ঘেরা গ্রাম ছিল
এখন ওসব পুরনো গল্প
আসলে মানুষ বড় লোভী এবং
বোকাচোদা প্রাণী
অরন্য কেটে
টিভিতে রেডিওতে বিজ্ঞপ্তি দেয়
" গাছ লাগান পরিবেশ বাঁচান "
আচ্ছা,
ওখানে এতো হইচই কেন?
ও
ওটা একটা গুদামঘর আর
পাশেরটা গার্মেন্টস
মালিক পক্ষ ওদের দেয়নি
কোনদিন বেতন ন্যায্য
তাই এতো মিছিল আন্দোলন
হুমকি ধামকি
সরে আসুন জলদি
চালাবে গুলি এক পক্ষ এক্ষুনি
আরেক পক্ষ দিবে রক্ত !
কি সাংঘাতিক !
একেতো ঠকিয়ে গেল
এখন নিবে রক্ত!
জ্বি,
ওরা যে আধুনিক ফেরাউন
শ্রমিকরা নামকাওয়াস্তে বনী ইসরায়েল !
দুনিয়ার নিয়ম কিছু জানেন?
কি?
চোখ বুজে মরার মতো পড়ে থাকুন
পিঁপড়ের মতন পরিশ্রম করুন ।
কি আজে বাজে বকছ
দেখছেন না
কানা নাকি?
ইশ্বর কেমন চুপচাপ
সেখানে কেন আপনি করবেন এতো দৌড়ঝাপ?
থামিয়ে দিতে চাও তুমি
ঢিচক্যাঁও!
তাইলে গিলেন গুলি।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




