
ইদানীং মৃতদের গোপন কথা গুলি
শোনার চেষ্টা করি
জীবিতদের হুদাই কচকচানি
ইশ্বরের সনে কথা বলতে
আজকাল জেগে থাকি মাঝরাত অবদি ।
ঘুলঘুলির বাতাসে গোলাপের সুঘ্রাণ
তোমার আঙুল তখন কম্পাস
বেড়াল জানে কোথায় ইঁদুরের গর্ত
আমিও ঢেউ ভাংগা নাবিক
ঠিকই চিনে ফেলি এ খেলা কতটা মারাত্মক !
ভাসা ভাসা ও দুটি চোখ
ভেতরে আমার গাঢ় নীল অসুখ
উহ ! ইশ্বর
কি নিখুঁত সুন্দর !
সাধুপুরুষ হওয়ার
এমনকি
আধ্যাত্মিক ক্ষমতা লাভের ইচ্ছে নেই।
তোমার কথা মনে পড়লেই
শব্দে শব্দে জোড়া লাগিয়ে
বারবার তোমারে স্মরণ করিয়ে দেই
মাতাল কি আমি যেই সেই !
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




