
শুরু থেকেই আমি জানি
আমার তোমার সম্পর্ক হচ্ছে
সুঁই এর ছিদ্র দিয়ে উট প্রবেশের মতো
তাই বলে শতভাগ নিশ্চিত থেকো না
আমি কিন্তু হাল ছাড়িনি।
সত্যি,
কাল সারারাত একটা বিরহের কবিতা দাঁড় করাবার চেষ্টা করেছিলাম
বিনিময়ে চোখ দুটি
এম্বুলেন্স এর বাতির রঙে পেলাম !
আসলে,
যে প্রেম তুমি চেনালে
উহা নিভে কি সহজ অনলে ?
বেপরোয়া বাতাস
ঝলমলে রোদ্দুর
থরথর কাঁপে বুক
মনে পড়ে যতদুর !
টকটকে লাল তোমার গায়
এতো ঘন লাল
আমার চোখ পোড়ায়
আসমান নীল যে ভীষণ ভাবায় !
কাল সারারাত
পাওয়ার ইচ্ছে ছিল কিছু বিরহ
কিছু জন্মের কষ্ট
কিন্তু সমস্ত লণ্ডভণ্ড হতে হতে
ধরা দাও তুমি
যেন আঁধার ঠিকরে বেরিয়ে আসছে আলো
অথবা
ডুবছি ভেসে বেড়াচ্ছি সাগরে
আঁকড়ে আছি এক টুকরো কাষ্ঠ !
ফর্সা সকাল
এ শহরে ব্যস্ততা ঠাসা ভীড়
বারান্দায় আমার পায়চারি
ন্যাংটো আকাশে উদাস দৃষ্টি ।
ফেরিওয়ালা হাঁকে
আছে সব্জি
আছে লেবু।
অত:পর বেচারা সুধায়
স্যার নিবেন কিছু ?
কি দিমু?
ভ্যাবাচেকা উত্তর আমার
বিরহ চাই এক টুকরো
অথবা
আদর চুমু !
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




