
আমার প্রেমের মান অত উঁচুতে কি?
প্রশ্নটা তোমাকেই করছি
না,
না,
ল্যাবরেটরিতে নেয়ার প্রয়োজন নেই
নিম্নমানের !
বোঝা যায় এমনিতেই।
উঁচু মানের হলে,
ক'দিনের শুকনো কাশি
রসুন আর গরম তেলের মালিশে
বলতো,
টা টা
বাই বাই আসি
বিবি হাজেরার মতো ছুটতে তুমি
চিনে ফেলত মহল্লার ডাক্তার ফার্মাসি।
এরপর
লিপিস্টিকের মতো রইতাম ঠোঁটে
রোদ চশমার মতো ঝুলে যেতাম চোখে
নিম্নমানের বলেই
চলছে এতো খরা
হচ্ছে না প্রেমের তাজ গড়া।
সে যাই হোক শোন,
এ তুমি বেশ বোঝ
প্রেম,
প্যাকেট অথবা
নয় বোতলজাত পণ্য !
পাবে না উহা বাজারে
যদিও
অনেকে কিনতে চায় কেজি দরে !
এ আসল সত্য।
যে পুরুষটি চুমু খায়
সহজে পেয়ে যায়
তোমার মেদবহুল ঠোঁট থেকে হৃষ্টপুষ্ট বুক
শয্যাসঙ্গী হতে
যে পটু এবং উৎসুক।
কি আশ্চর্য !
উহা আমি নই
আমি তো
তোমার ভেতরকার লোক।
খানিকটা গর্দান নীচু
কড়া মিষ্টি তোমার চুমু
রোজ এমন স্বপ্ন বুনে দুচোখ।
মেয়ে জানো কি তুমি ?
মানুষ যেমন প্রেম গড়ার মিস্ত্রী
তেমন প্রেমের হত্যাকারী!
ঐ তো
ঐ তো
কালের স্বাক্ষী
লুতের স্ত্রী !
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




