
তোমার কাছে যেতে
আমার ভিসা, পাসপোর্ট, উড়োজাহাজ
লাগে না কিছুই
শুধু চোখ দুটি বুজলেই
উফফ ! ফিলিংস সেই।
ঐ তো তুমি কয়েকদিনের
বাসি কাপড় ধুতে দিলে
একটা ভাঁজ করা শাড়িতে হাত বুলালে
ন্যাপথলিনের কড়া গন্ধ আমার নাকে।
ঐ তো তুমি কফি ঢেলে বারান্দায় দাঁড়িয়ে
কফি মগে চুমুক দিলে
চোখ রাখছ শান্ত মেঘে
পিছনে যে মিউজিক বেজে চলেছে
তার লিরিক আমারও পছন্দ
মোটেও নয় একঘেয়ে।
ঐ তো তুমি ঘড়ি দেখলে
এতো সময় কে নিল কেড়ে?
এই ভেবে সিধা স্নানঘরে
সমস্ত শরীর ভিজে
হৃদয় ভিজে না
উহা ভিজতে যে প্রেম
যাকে লাগে
তাকে তুমি একটুও জানো না
চেন কি?
কোথায় তার ঠিকানা?
ঐ তুমি ফোন দিলে সমস্ত ছিল পরিচিত মুখ
বিছানায় হেলান দিলে
টিভির চ্যানেল লাফিয়ে লাফিয়ে পাড় হচ্ছে
তবু যায় না সময় কিছুতে
পুরনো কিছু দুখ ঠায় গেঁথে ভেতরে ।
ভাত ঘুম হয়নি অনেকদিন
হয় কি?
ক্লান্ত সন্ধ্যে ধীরে ধীরে
অনুমতির তোয়াক্কা না করে ঢুকে ঘরে
জ্বলে সন্ধ্যে বাতি ।
নিশুতিরাতে যখন রাজ্যের ঘুম নামে
তোমার দুচোখে
আমি তখন কবিতা বোনার ছলে
চুপ করে তোমার ঘরে
সময় থেমে যায়
ভেতর করে হায় হায়
মিনিটে হাজারটা চুমু তক্ষুনি মন খেতে চায়
বা আরও বেশি
এমন হিসেব কষি
হোক
হোক না নালেঝোলে মাখামাখি।
না,
না,
এ হয় না
দমে যাই কারণ অকারণে
তুমি এর কিছুই টের পাও না
টু শব্দটি পর্যন্ত কর না।
তোমার কাছে পৌঁছতে
আমার চাই বাহানা
ভিসা, পাসপোর্ট, উড়োজাহাজ
এগুলোর কিছুই ম্যাটার করে না।
দেখলে,
ন্যানো সেকেন্ডের চেয়ে কম সময়
শুধু চোখ দুটি বুজলেই
উফফ ! ফিলিংস সেই।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




