
আমার কান্না দেখেও যদি
চোখ লেগে আসে ঘুমে,
তবে দিব্যি তোমার পুতুল খেলার,
অপ্রসংগে তুমি আর এসো না।
আমাকে নিয়ে ভেবো না একদম,
শুকনো পাতাও তো ঝরে যেতে জানে,
ডান হাতের জন্য বাম হাতটা থাকে,
তুমি কিন্তু খুব করে ঘুমোবে দুপুর নাগাদ।
কি লাভটাই না হল আমার, দেখো !
ধু্ক্ধুকানি যন্ত্রটা তোমার থাকার শর্তে
শিখিয়ে দিলে, কি করে মানুষ বাঁচে
এক একটা শুন্য পাঁজর নিয়ে।
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


