আজ, এতদিন পর ভেজা ভোরে তুমি এসেছিলে,
আড্ডার শত গল্প কথায়, ব্যাথায় কথা তুলতেই
তুমি চুপটি বসে দেহের ভেতর হেসেছিলে।
গতরাতে ঝরা বৃষ্টিও তোমাকে ভুলে গেছে,
ডুবে যাওয়া সড়ক, থৈ থৈ জল
নোনা জলের কথা বা ভেজা উৎপল
কিছুই মনে করায়নি আগের মতন;
আনন্দে আমি বিদ্যুৎ ছুঁড়েছি আকাশে।
চোখ বন্ধ করে বৃষ্টির গন্ধ নেবো যখন,
অন্ধকারে পাশে এসে তুমি বসেছিলে।
তুমি চুপটি করে দেহের ভেতর হেসেছিলে।
চোখ খুলে ভ্রম ভেঙ্গেও দিয়েছি ঠিক,
পূব আকাশের হঠাৎ আলোর ঝিলিক
মনে পড়ে গেল তুমি হারিয়েছো বহু আগে।
আঁচলের মত ফের আঁধার টেনে গায়ে,
ভেজা চিঠি পাঠালাম মনের জানালায়,
ভালবাসার আগে তো মিথ্যে করে ভালবেসেছিলে,
তবে এতদিন পরও কেন মনে মগজে মিশেছিলে?
তুমি চোখের পাতায় তখনও কেন ভেসেছিলে?
এমন করে কেন দেহের ভেতর হেসেছিলে?
৬/১০/২০২৩
দুপুর ১:১০
বি.দ্র.: সহব্লগার বন্ধুবর রাফার উস্কানিতে এই অখাদ্য উগরে দিলাম।
তাই যাবতীয় দায়দায়িত্ব তার ভাগে অর্ধেক বর্তায়।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:০০