আমারও অনেক কথা বলার ছিলো......
বলা হয়নি!
হয়তো কখনোই আর বলা হবে না.........
সব কথা বলে ফেল্লে আমাকে আবিষ্কারের আকাংখ্যা হারিয়ে ফেলবে।
প্রতিদিনি একটু একটু করে বলছি আমার ভেতরের বিধস্ত মানুষটার আনাবিষ্কৃত বেদনার উপাক্ষান।
রবীন্দ্রনাথ বলেছেন-
মনোযোগ দিয়া জল কল্ললে কান পাতিয়া থাকো,বহুদিনকার কত বিস্রিত কথা শুনিতে পাইবে"
আমিও বলছি তোমাকে-আমার পাঁজরের ভেতরে ফুসফুসের চাদরে মোড়ানো হৃদপিণ্ডের নিয়মিত স্পন্দনে একটু আড়ি পাতো...
হয়তো সেখানে বিষাদের এক অতল জলধির সন্ধ্যান পেতেও পারো.........
আমাকে পেতে হলে তোমাকে সে জলধি পাড়ি দেয়ার অসীম সাহস বুকে ধারন করতে হবে!
আর যদি সে সাহস সঞ্চয় করতে না পারো তবে হয়তো হেলাল হাফিজের মতো আমিও একদিন বলবো-
আমি না হয় ভালোবেসেই ভূল করেছি ভূল করেছি
নষ্ট ফুলের পরাগ মেখে
পাঁচ দুপুরের নির্জন্তা খুন করেছি,কি আসে যায়?
এক জীবনে কতটা আর নষ্ট হবে,
এক মানবী কতটাইবাআর কষ্ট দেবে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






