আগামীকালও সূর্য উঠবে।প্রতিদিন যেমন উঠে।
পাখির কুজনে,কুয়াশার চাদরে দিনের আলোও ফুটবে।
তবে নতুন তাৎপর্য থাকবে আলোর শরীরে
পঞ্চাশ বছর
পঞ্চাশটি বছর পার করলাম আমরা ।
পঞ্চাশ বছর পার করলেন মুক্তিযোদ্ধাগণ
পঞ্চাশ বছর পার করলো রাজাকার নামক বরাহ শাবকগণ
পঞ্চাশ বছর ।
এখন আমরা পারি-
মার্কিন রাষ্ট্রদূতকে তলব করতে
নিজেদের টাকায় পদ্মা সেতু তৈরি করতে
করোনার মত মহামারীর রক্ত চক্ষু উপেক্ষা করতে।
পঞ্চাশ বছর পর আমরা পারি পাকিস্তানকে করুণা করতে
১৫/১০/২০২১
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



