(এক)
কমরেড লেনিন শুয়ে আছেন কমরেডদের স্মৃতিবিছানায়,
মরা মাছের মাথার চেয়েও দ্রুত পচন ধরে বামদের নীতিবোধে।
আমি আমার বুকে হাত রাখি,হাত নয় পাথর
নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি,যেমন ঘুমিয়ে পড়ে শিশু তার মাতৃক্রোড়ে।
(দুই)
দেশের সবচেয়ে বড় বাজার কোথায়,জান কি?
বাজারে গিয়ে দেখি সেখানে কোন নিত্যপণ্য নেই
সবার দোকানে শুধুই শেখ মুজিব
কে দুধ বিক্রেতা আর কে মদ বিক্রেতা ছিল
তা জানবার উপায় নেই।
শূণ্য ব্যাগ হাতে ফিরে আসি আপন বাসায়।
রুহীগাঁও
১৭/১২/২০২১
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



