
এখানে এই স্থানে এক জলপাই বাগান ছিল
যেখানে শিশুরা খেলতো।এক ইহুদী আর এক মুসলিম
যেখানে কাজ করতো,সুখ-দুঃখের গল্প করতো
দিন শেষে যে যার বাড়িতে চলে যেতো।
এখানে এই স্থানে এখন জলপাই বাগান খুঁজে পাবেনা
এখানে এই স্থানে এখন শিশুদের কোলাহল শুনতে পাবেনা
শুনবেনা কোন কৃষকের গল্প
দেখতে পাবেনা জলপাই গাছের সবুজ পাতা।
ওরা আরবদের কোন প্রতিবেশী যারা কিনা
পশ্চিমাদের হাত ধরে সেই জলপাই বনে এলো?
ওরা কোন ইহুদী যারা সাথে আনলো জলপাই রঙের দানবীয় যুদ্ধাস্ত্র
কিসের নেশায় তারা মেতে উঠলো শিশু হত্যায়।
তোমার বলছো ওরা হামাস আর ওরা ইহুদী
আর ওরা মুসলিম।হারিয়ে যাওয়া জলপাই বনের ফেরারী
বাতাস কান্না জড়িত গলায় বলে মানুষ কোথায় বলতে পারো?
শিশুদের হাহাকারে মন গলেনা ওই বাইডেন কুলাংগারের
মন গলেনা বৃটেন,জার্মান আর পৃথিবীর সভ্য জাতির দাবিদার
অসভ্য পশ্চিমাদের।
ওই যে স্থান যেখানে একদিন জলপাই বন ছিল
পাখি ছিল,শিশুরা খেলতো
সেখানে এখন এক হাসপাতাল গড়ে উঠেছিল
সেই হাসপাতাল এখন নেই।গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল
তার দানবীয় শক্তি দিয়ে।
আহত মানুষগুলি এখন বড্ড শান্ত ঠিক যেন পশ্চিমা সংবাদ মাধ্যম।
নাটোর
১৮/১০/২০২৩
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




