আবাবিল পাখি জানে কোথায় যেতে হবে তাদের
কিন্তু ওই মানুষগুলি,গাজার মানুষ যারা,কোথায় যাবে তারা?
এ তো যুদ্ধ নয়,- ইসরায়েল আর ফিলিস্তিনের
এ তো হত্যা। ইসরায়েল গণহত্যা চালিয়েছে গাজায়
যেভাবে ফ্রান্স গণহত্যা চালিয়েছিল আলজেরিয়ায়
যেভাবে আমেরিকা গণহত্যা চালিয়েছিল ইরাকে,আফগানিস্থানে,ভিয়েতনামে
যেভাবে একদা বৃটিশ গণহত্যা চালিয়েছিল দেশে দেশে।
তুমি কাদের নিকট আবদার জানাও যুদ্ধ বন্ধের?
ওই পশ্চিমাদের নিকটে? যাদের হাত কিনা রন্জিত
নিরীহ মানুষের রক্তে।কে বিচার করবে?
ওই অসভ্য পশ্চিমাদের পালিত দালাল আজ খুঁজে পাবে
প্রতিটি দেশের রাজনীতিতে,গণমাধ্যমে
কিভাবে তুমি যুঝবে ওই অসভ্যদের সাথে? পরাজিত করবে?
যদিনা তুমি অসভ্য হয়ে লড়তে জানো যুদ্ধের ময়দানে হিংস্রতাকে সাথি করে।
নাটোর
২৩/১০/২০২৩
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




