আমার দাদী প্রায় নব্বই বছর বয়স। চেয়ারম্যানের বউ ছিল তো,মাথায় অনেক বুদ্ধি। এত বয়স হয়ে গেলেও বেশ সুস্হই ছিলেন। আমরা সবাই মিলে তার ৩০ জন নাতি-নাতনী আর এখন পর্যন্ত ২২ জন পুতি (নাতি-নাতনীর) ছেলে মেয়ে। ওনার নিজের কয়জন ছেলে মেয়ে সেটা বললাম না। এইসব নাতি-পুতির সাথে উনি বেশ তাল মিলিয়ে চলেন একদম এযুগের একজন আধুনিক সচেতন মানুষের মত তার কথাবার্তা। উদাহরন: দাদী- তুমি সারাদিন কম্পুটার এ বইসা কি টিপাটিপি কর?
নাতী-দাদী তুমি বুঝবা না,এইটা কঠীন জিনিষ।
দাদী-এইটা দিয়া তালহাগো (তার নাতীরা বিদেশে থাকে)লগে কথা কওয়া যায়?
নাতী-যায়.....তয় তুমি পারবা না।
দাদী-তুমি দেখায়া দাও, পারমু।
সেই ২০০০ সাল থেকে দাদীকে নিয়মিত কম্পিইটার লগইন করে দিতে হয়, আর সে ইয়াহু বা এম এস এন এ ভয়েস চ্যাট করে বিদেশে তার ছেলে- মেয়ে নাতি-নাতনীর সাথে। কারো জন্য তার ভালবাসা একটুও কম পরে না। সবার নাম ধরে বলে দিতে পারে কে কি খাইতে পছন্দ করে আর তার জন্য বাসায় কি রেডি রাখতে হবে।
এই দাদী হঠাৎ করে ভয়ানক অসুস্হ হয়ে গেল, তারপর থেকে আমরা সবাই দিশেহারা। হাসহাতালে সবার রাতদিন প্রতিক্ষা তার সুস্হ হবার আশায়। ছেলে-মেয়ে নাতি পুতি দিয়ে হাসপাতাল ভরে থাকে। আমরা সবাই কাজকর্ম রেখে পালা করে হাসপাতাল ডিইটি করি। (এখনও আমাদের মত ৩য় বিশ্বের গরীব দেশেই হয়ত এতটা আবেগ দেখানো সম্ভব , তবে এর জন্যই আমরা গরীব দেশের সুখী মানুষ ) হাসপাতাল কতৃপক্ষ একজন বুড়ো রোগীর এত ভিজিটর নিয়ে মহা বিরক্ত। কোন আইন কানুন দিয়েই আমাদের এত মানুষের একত্রে হাসপাতালে থাকা তারা বন্ধ করত পারছে না।
আমাদের দাদী শুধু একজন পরিবারের বয়স্ক সদস্যই নয় তিনি আমাদের বটগাছ। আমাদের বিশাল পরিবার একত্রে ধরে আছেন তিনি। উনি না থাকলে আমাদের অনেকের মধ্যে হয়ত আর এভাবে যোগযোগ থাকবে না, পারিবারিক অনুষ্ঠানে কালে ভদ্রে আমরা একে অন্যের কুশল বিনিময় করব।তাই আমি চাই দাদী আরও অনেক বছর সু্স্হ হয়ে আমাদের মাঝে বেঁচে থকুন আর আমরা তার স্নেহে শীতল ছায়ায় থাকি। আর আমাদের মত করেই সবাই যেন তাদের পরিবারের বয়স্ক মানুষ গুলোকে ভালবাসে আর শ্রদ্ধা করে।কারন এরাই আমাদেরকে আদর স্নেহ করেছেন। আমাদের প্রজন্ম কি ভাবতে পারি আমাদের মৃুত্য শয্যায় আমাদের সন্তান, নাতি-নাতনীরা এভাবে আমাদের পাশে থাকবে ।আমরা যেন বৃদ্ধ নিবাসে বা একলা ঘরে মরে পচে না থাকি তথাকথিত উন্নত দেশ গুলোর মত তাই আমাদেরকে আমাদের সংস্কৃতি ধরে থাকতে হবে।
সবাই আমার দাদীর জন্য দোয়া করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



