somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাকিব খান ও আমরা

২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাকিব খান। কেউ কেউ তাকে ডাকে শাইক্যা। যে নামেই
ডাকুন না কেন,সে ই কিন্তু ঢালিউডের প্রান।
আমরা যারা বাংলা ছবি নিয়ে নাক ছিটকাই
কিনবা যারা বলে উঠি, 'ছে ছে ছে,কি খ্যাত রে বাপু '
তাদের কথা অবশ্য আলাদা। আমি নিজেও ওই গোত্রের ই সদস্য
ছিলাম। এখন যে নেই তা বলে দোজখে যাওয়ার পথ টা সুগম
করতে চাই না।

যখন ঢালিউডের সমালোচনা করা হয় ,মানদন্ড
হিসেবে হলিউড কিনবা বলিউড কে আইডল ধরা হয়। আমার
আপত্তি টা কিন্তু সেখানেই । Rambo
সিনেমা টি দেখেনি এমন লোক কম ই আছে (যারা movie
বেশী দেখে)। Rambo movie তে যখন Sylvester
Stallone একা ই সকল দুশমনদের মেরে কোপকাত
করে ,আমরা বাহ বাহ করে উঠি। আর ঢালিউডে সাকিব খান
যখন মাথায় পট্টি বেধে জঙ্গলের ফাক ফোকর দিয়ে শত্রুর
হাজার হাজার গুলি পাশ
কাটিয়ে হারিয়ে যাওয়া মা কে উদ্ধ্যার
করে,আমরা হা হা করে হেসে উঠি। হিসেব মিলাতে ব্যস্ত
হয়ে পরি রিভলবারে থাকে ৮গুলি, ১৫টা বের হইল কেমনে!
(প্রশ্ন টা আমারও)।

বলিউডের সালমান খান। আমার দেখা অনেক সিনেমা তেই
শাড়ী পরে মেয়ে সেজেছে , কানে তো দোল সবসময় ই পড়ে।
কিন্তু কখনও শুনিনি তাকে কেউ হিজলা বলতে। আর
বেচারা সাকিব!!কি দোষ ছিল বেচারার! একবার নাহয়
কানে দোল পরলই,তাই বলে তাকে এত পচানোর মানে হয়?!
(আধুনিক ছেলে বলে কথা,দোল পরতেই পারে)।
তাকে হিজলা বলে facebook এ যতগুলু post আছে,আমার
তো মনে হয় কোন celebrity কে নিয়েও এত post নেই।

এই post টি যদি আমার friend রা দেখে আমাকে যে কত
কত বিচিত্র নামে সম্মোধন করবে,করার ই কথা,আমরাও
ভার্সিটি লাইফ এ করেছিলাম। এখনও হইত
শাইক্যা কে নিয়ে কিছু লেখা হত না,যদি না...
আমি office এ যাওয়ার সময় সকালের নাস্তা বাইরেই
করি (ব্যাচলর মানুষ,রুটি বানানোর
বেলুন,পিড়ি পাবো কোথায়!!)। নাস্তা করার দোকানটি মুলত
একটা টঙ দোকান। ২টা কারনে টঙটি আমার পছন্দ। মামার
সাথে ভালো relation আর খাওয়ার সময় Tv তে খবর
দেখা যায়। সবসময় যে খবর চলে তা না,মাঝে মাঝে vcd
তে বাংলা সিনেমা ও চলে। বাংলা সিনেমা আমার
দেখা হইনা (ঠিক যে কারনে আপনিও দেখেন না), তাই টঙ এ
বসে ১০-১৫ মিনিট সিনেমা দেখতে তেমন খারাপ লাগেনা।

যদিও প্রত্যেক সিনেমা তেই অসংগতি থাকেই তবুও কিছু
অসংগতি একদম ই বেমানান। উদাহরন দেওয়ার লোভ
সামলাতে পারছিনা।
১. ছোটবেলায় হারিয়ে যাওয়ার সময় সাকিব এর
মা তারে যে কাপড় দিয়া পেচাইছিল,ওইডা সাকিব এর
হাতে বড় হওয়া পর্যন্ত ছিল। ঠিক আগের মতই
ঝকঝকা,ফকফকা (কোন সাবান use করছে জানিনা)
২. সাকিব এর এক ঘুষি তে পেপে গাছের
সাথে বাড়ী খাইয়া villan এর ইন্তেকাল (!!!)
৩. সাকিব রে ১০/১২ জন গুলি করে কিন্তু লাগেনা। সাকিব
পিছন থেকে আইসা দমাদম
কিলাইতে থাকে(গুলি করে সামনে,সাকিব পিছনে গেল
কেমনে)
৪. villan কে ঘুষি দিয়া dustbin এ ফেলে,কাক
আইসা ঠুকরাইয়া খাইয়া ফেলে (its interesting)
৫. ব্লা ব্লা ব্লা...

এমন ভুল হাজার হাজার, চাইলেই যে কেউ
ধরতে পারবে,সাকিব
কে পচাতে পারবে,বাংলা ছবি কে নিয়ে হাসতে পারবে।
আমিও হাসি। কিন্তু হাসেনা তারা যারা এইমাত্র
রোদে পোড়ে আসছে টং এ একটু বিশ্রাম নিতে,
হাসেনা তারা যারা ঘরে রান্না বসিয়ে বেড়ার ফাক
দিয়ে TV দেখে, হাসেনা তারা যারা school ছুটির পর
ঘরে না গিয়ে রাস্তায় দাড়িয়ে সাকিব এর ছবি দেখে।

আমি দেখেছি সাকিব এর ছবি মানে তাদের কাছে অন্য কিছু।
তারা tom cruise কিনবা Jason statum
কে চিনেনা,চিনতে চায়ও না। কারন তাদের আছে সাকিব
খান। সাকিব মার খেলে তারা আহ করে,সাকিব মার
দিলে বাহ বাহ করে,সাকিব কস্ট পেলে তারা চোখ
মুছে,সাকিব মজা পাইলে হাততালি দেয়।

এইসব কিছুই আমাদের হইত স্পর্শ করেনা। আমরা তাদের হইত
খ্যাত বলেই ডাকি। সাকিব কে পচাতে পাড়ানোকেই
বলি smartness। যত ভালো অভিনয়ই করুক
তাকে হিজলা উপাধি থেকে রেহাই দিবনা। অথচ, সালমান
কিনবা টম ক্রুজ যা ই করুক,যা ই বলুক তারাই idol।
নাহলে সবাই আমাদের খ্যাত বলবে।

আমরা যারা মধ্যবিত্ত কিনবা উচ্চ ,তাদের বিনোদন পাবার
মাধ্যম অনেক। এক mobile টিপেই দিন কাটানো যাবে।
কিন্তু নিম্নবিত্তদের বিনোদন মানেই বাংলা সিনেমা,তাও
সাকিব খানের্। তাদের কাছে সাকিব ই সব। সাকিব
কে পচানোতে কোনো বাহাদুরি নেই,বাহাদুরি হবে যখন
আপনি নিজে তার যায়গায় যেতে পারবেন।মানুষের দোষ
ধরা খুব সহজ,এইবার একটু গুনটাও ধরে দেখেন। তাহলেই বুঝব
আপনি কেমন বাহাদুর্।

আমি জানি, এই post টির খুব একটা value হবেনা,কেউ
হইত পড়তে গিয়েও পড়বেনা। যারা পড়বে অনেকেই হইত অনেক
বাজে comments ও দিবে। তাদের জন্যই
বলছি,আপনারা হইত কখনও টঙ এ যাননি। গেলেও শুধু উদর
পুর্তি করে চলে এসেছেন। আমি বলি কি,কাল একবার সময়
করে যান। সাকিবের ছবি চালু থাকলে কস্ট করে শেষ পর্যন্ত
দেখুন।

কি দেখলেন? রোদে পোড়া মানুষদের যে প্রশান্তির
হাসি,আপনি কি কখনও সালমান কিনবা টম ক্রুজের
সিনেমা দেখে তা দিছেন??? প্রশ্নটা থেকেই গেল...
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বন্ধুর বউ কে শাড়ি উপহার দিলেন ব্যারিস্টার সুমন। বাটার প্লাই এফেক্ট এর সুন্দর উদাহারন।

লিখেছেন নাহল তরকারি, ২৯ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:০৭



এক দেশে ছিলো এক ছেলে। তিনি ছিলেন ব্যারিস্টার। তার নাম ব্যারিস্টার সুমন। তিনি একজন সম্মানিত আইনসভার সদস্য। তিনি সরকার কতৃক কিছু শাড়ি পায়, তার জনগণের মাঝে বিলি করার জন্য।... ...বাকিটুকু পড়ুন

ড্রাকুলা

লিখেছেন সুদীপ কুমার, ২৯ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:১২

কোন একদিন তাদের মুখোশ খুলে যায়
বেরিয়ে আসে দানবীয় কপোট মুখায়ব।

অতীতে তারা ছিল আমাদের স্বপ্ন পুরুষ
তাদের দেশ ছিল স্বপ্নের দেশ।
তাদেরকে দেখলেই আমরা ভক্তিতে নুয়ে পড়তাম
ঠিক যেন তাদের চাকর,
অবশ্য আমাদের মেরুদন্ড তখনও... ...বাকিটুকু পড়ুন

অধুনা পাল্টে যাওয়া গ্রাম বা মফঃস্বল আর ভ্যাবাচ্যাকা খাওয়া শহুরে মানুষ!!

লিখেছেন শেরজা তপন, ২৯ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:০০


দেশের দ্রব্যমুল্যের বাজারে আগুন। মধ্যবিত্তরা তো বটেই উচ্চবিত্তরা পর্যন্ত বাজারে গিয়ে আয়ের সাথে ব্যায়ের তাল মেলাতে হিমসিম খাচ্ছে- - একদিকে বাইরে সুর্য আগুনে উত্তাপ ছড়াচ্ছে অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য... ...বাকিটুকু পড়ুন

সাম্প্রতিক দুইটা বিষয় ভাইরাল হতে দেখলাম।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৯ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৪১

সাম্প্রতিক দুইটা বিষয় ভাইরাল হতে দেখলাম।
১. এফডিসিতে মারামারি
২. ঘরোয়া ক্রিকেটে নারী আম্পায়ারের আম্পায়ারিং নিয়ে বিতর্ক

১. বাংলা সিনেমাকে আমরা সাধারণ দর্শকরা এখন কার্টুনের মতন ট্রিট করি। মাহিয়া মাহির... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ ও তাঁর রাসূলের (সা.) পক্ষ নিলে আল্লাহ হেদায়াত প্রদান করেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩০ শে এপ্রিল, ২০২৪ ভোর ৬:৪২



সূরা: ৩৯ যুমার, ২৩ নং আয়াতের অনুবাদ-
২৩। আল্লাহ নাযিল করেছেন উত্তম হাদিস, যা সুসমঞ্জস্য, পুন: পুন: আবৃত। এতে যারা তাদের রবকে ভয় করে তাদের শরির রোমাঞ্চিত হয়।অত:পর তাদের... ...বাকিটুকু পড়ুন

×