গ্রামীণফোন
ঈদকে সামনে রেখে পবিত্র রমজানে গ্রামীণফোন দিয়েছে প্রিপেইড, পোস্ট পেইড মোবাইল থেকে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন- যেকোনো জিপি নম্বরে 50 পয়সা মিনিটে কথা বলার অফার। আর যেকোনো জিপি নম্বরে সারা দিন কথা বলুন মাত্র 2.50 পয়সা মিনিটে। এছাড়া এখন চলছে গ্রামীণ ফোন পথে পথে উৎসব।
একটেল
'ঈদের খুশি একটেল-এ বেশি' এই স্লোগান নিয়ে একটেল বিভিন্ন প্যাকেজে দিয়েছে বেশ কিছু অফার। এগুলোর মধ্যে আছে 'সব রাতই চান রাত' (রাত 12টা থেকে সকাল 8টা পর্যন- প্রথম 5 মিনিট পর ফ্রি একটেল টু একটেল)। এছাড়া আছে প্রথম 5 মিনিট বিটিটিবি ইনকামিং ফ্রি, একটেল পাওয়ার একটেল টু একটেল 2.50 পয়সা মিনিট। একটেল জয়, একটেল টু একটেল 1.50 পয়সা মিনিট, জয় পার্টনার 0.75 পয়সা মিনিট, একটেল ফুর্তি 2.40 পয়সা মিনিট, একটেল এক্সিড একটেল টু একটেল 2.60 পয়সা মিনিট।
এছাড়া ঈদের শুভেচ্ছা জানাতে কথার চিঠি নামে ভয়েস এসএমএস সার্ভিস চালু করেছে একটেল। একটি নাম্বার থেকে যতোবেশি শুভেচ্ছা জানানো হবে ততো বেশি থাকছে পুরস্কার পাওয়ার সুযোগ। পুরস্কারের মধ্যে রয়েছে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা এয়ার টিকিট (1টি), নোকিয়া 6070 হ্যান্ডসেট (3টি) এবং 1 মাসের জন্য 250 টাকার বোনাস টকটাইম (60টি)।
সিটিসেল
এই ঈদে সিটিসেল দিয়েছে 1 হাজার 399 টাকায় 'সব পাই' অফার। এতে সংযোগ, হ্যান্ডসেট ও একশ টাকার টকটাইম পাওয়া যাবে মাত্র 1 হাজার 399 টাকায়। এছাড়া সিটিসেল গ্রাহকরা অফপিক আওয়ারে উপভোগ করতে পারছেন মাত্র 25 পয়সা মিনিট কলরেটে কথা বলার সুযোগ যেকোনো সিটিসেল নম্বরে।
পাশাপাশি এখন চলছে দেশব্যাপী সিটিসেল মোবাইল উৎসব। সারা দেশের 100টিরও বেশি স্থানে পাওয়া যাচ্ছে সংযোগসহ হ্যান্ডসেট আকর্ষণীয় মূল্যে কেনার সুযোগ।
বাংলালিংক
এই ঈদকে সামনে রেখে বাংলা লিংক দিয়েছে দেশ অফার। যাতে থাকছে টিএন্ডটি ইনকামিং পুরোপুরি ফ্রি। যেকোনো মোবাইল ও টিএন্ডটি নাম্বারে অফপিক আওয়ারে অর্থাৎ রাত 11টা থেকে সকাল 7টা পর্যন- 1 টাকা 86 পয়সা মিনিট, যেকোনো মোবাইল ও টিএন্ডটি নাম্বারে সকাল 7টা থেকে রাত 11টা পর্যন- 2 টাকা 50 পয়সা কলরেট এবং 2টি এফএনএফ-এর সুবিধা, 1.25 পয়সা মিনিট যেকোনো মোবাইলে অথবা 79 পয়সা মিনিট যেকোনো বাংলালিংক নম্বরে কথা বলার সুযোগ।
এছাড়া এই ঈদে বাংলালিংক নাম্বার থেকে মাত্র অর্ধেক খরচে ঈদের শুভেচ্ছা জানানোর সুযোগ তো থাকছেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

