মহাত্দ্মা গান্ধী, জওহর লাল নেহেরু, শচীন টেন্ডুলকার, অমর্ত্য সেন, অং সান সু চি, মাদার তেরেসা, দেং জিয়াওপিং ও ড. মুহাম্মদ ইউনুস এশিয়ান হিরোর তালিকায় ঠাঁই পেয়েছেন। টাইম ম্যাগাজিনের 60তম বার্ষিকীর বিশেষ সংখ্যায় এ তালিকা প্রকাশ করা হচ্ছে। সংখ্যাটি বাজারে আসছে 13 নভেম্বর।
আধুনিক ভারতের রূপকার মহাত্দ্মা গাল্পব্দী ও নেহেরুকে বিপরীত স্ট্বভাবের বলে উল্ক্নেখ করে সাময়িকীটি বলেছে, স্ট্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়িয়ে তারা এক বৃহৎ গণতন্প বিনির্মাণে একযোগে কাজ করেছেন।
টাইম ম্যাগাজিনের এ তালিকায় আরো রয়েছেন শিল্কপ্পপতি লক্ষ্মী মিত্তাল, তথ্য প্রযুক্তির অগ্রদহৃত নারায়ণ মহৃর্তি, অং সান সহৃচির পিতা অং সান, থাইল্যান্ডের রাজা ভূমিবল, তিব্বতের দালাইলামা, শিল্কপ্পী নুসরাত ফতেহ আলী খান, মোহাল্ফ্মদ আলী জিল্পম্নাহ, ব্রুস লি, তেনজিং ও হিলারি, সালমান রুশদী প্রমুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



