তৃতীয় দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 5টি আসনের মনোনয়ন ফরম কিনেছেন কাল। দলের যুগ্গ্ম মহাসচিব নজরুল ইসলাম খান তার পক্ষে ফরম তোলেন। তবে গতকাল ফরমগুলো জমা দেওয়া হয়নি। তবে সিনিয়র যুগ্গ্ম মহাসচিব তারেক রহমান এখন পর্যনস্ন ফরম কেনেননি বলে দলীয় সহৃত্র জানিয়েছে।
ব্যান্ডপার্টির সুরে-তালে নেচেগেয়ে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে বিশাল শোডাউন করে শনিবার তৃতীয় দিনের মতো বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা ফরম ত্রক্রয় ও জমা দিয়েছেন। আজ ফরম ত্রক্রয় ও জমা দেওয়ার শেষ দিন। গতকাল ফরম বিত্রিক্র হয়েছে 360টি। জমা পড়েছে 725টি। 255টি আসনের জন্য গত তিন দিনে মোট ফরম বিত্রিক্র হয়েছে 1 হাজার 750টি। জমা পড়েছে 940টি।
আজ সকাল 10টা থেকে রাত 8টা পর্যনস্ন নয়াপল্কল্টনস্ট্থ কেন্দ্রীয় কার্যালয়ে ফরম ত্রক্রয় ও জমা দেওয়া যাবে। ফরম তুলতে 1 হাজার এবং জমা দিতে 20 হাজার টাকা নেওয়া হচ্ছে। গতকাল ফরম জমা দিয়েছেন
স্ট্থায়ী কমিটির সদস্য কেএম ওবায়দুর রহমান,
তরিকুল ইসলাম,
মির্জা আব্বাস,
আবদুল্ক্নাহ আল নোমান,
নোয়াখালী-2 (বেগমগঞ্জ-সোনাইমুড়ী) চেয়ারম্যান আলহাজ এম রুহুল আমীন চিশতী,
নওগাঁ-6 (রানীনগর-আত্রাই) চৌধুরী মোতাহার হোসেন,
যশোর-6 (কেশবপুর) অমলেন্দু দাস অপু প্রমুখ
ঢাকা-11 এসএ খালেক, এখলাস উদ্দিন মোল্ক্না, কমিশনার আহসান উল্ক্নাহ হাসান,
ঢাকা-9 সৈয়দ ওমর ফারুক,
ঢাকা-4 নবীউল্ক্নাহ নবী, আতিকউল্ক্নাহ আতিক,হুমায়ুন ইসলাম খান, হাজী আসাদুল্ক্নাহ, আবুল কালাম আজাদ মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


