ফুটফুটে শিশুটিকে সুস্ট্থ জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজন এখন 10 লাখ টাকা। ইতিমধ্যে তার বাবা রাজধানীর গে-ারিয়ার বাসিন্দা মোঃ মামুন খরচ করেছেন 27 লাখ টাকা। কিন্তু তার পক্ষে আর অর্থ সংগ্রহ করা সল্ফ্ভব হচ্ছে না। তাই তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা চান।
2004 সালের শেষদিকে চক্ষু বিশেষজ্ঞ কাজী সাবি্বর আনোয়ারের কাছে ধরা পড়ে নাবিলের বাঁ চোখে ক্যান্সার। তখনই নাবিল এ চোখ দিয়ে দেখার ক্ষমতা হারায়। ডান চোখটাও আত্রক্রানস্ন হওয়ার পথে। ডাক্তার জানালেন, দ্রুত চিকিৎসা করাতে না পারলে ডান চোখটাও বাঁচানো যাবে না। সেই থেকে শুরু নাবিলের চিকিৎসা। ডান চোখের দৃষদ্বি ধরে রাখার জন্য বাবা মামুন ছুটলেন মাদ্রাজে। ছেলে সুস্ট্থ হয়ে উঠবে এমন আশায় নিজের উপার্জন করার একমাত্র উপায় কাপড়ের দোকানটিও বিত্রিক্র করে দিলেন। মাদ্রাজে শগ্ধকর নেত্রালিয়া এবং অ্যাপোলো ক্যান্সার হাসপাতালে দীর্ঘ দুই বছর চিকিৎসা চলে। নাবিল কিছুটা সুস্ট্থ হয়ে উঠলেও চিকিৎসা এখন বল্পব্দ হয়ে গেলে চিরদিনের মতো সে হারাবে ডান চোখ। তাকে কেমোথেরাপি ও রেডিওথেরাপি দেওয়া প্রয়োজন। এজন্য লাগবে 4 লাখ টাকা। এরপর আরো 3 বছর ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। এজন্য প্রয়োজন আরো 6 থেকে 7 লাখ টাকা।
যারা সাহায্য করতে চান তাদের ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
27/ডি-3, দীননাথ সেন রোড, গে-ারিয়া
ফোন_ 7419678, 01712733095।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

