অসম্ভব সুন্দর কাজ করেন তারা ,আমরা কাজ দেখে মুগ্ধও হই । কিন্তু তাদের কখনো দেখিনা আমরা , তারা থাকেন নিত্য দিন চোখের আড়ালে ।
নিচে একটি এমন কাজ দেয়া হলো যা অসম্ভব সুন্দর কিন্তু এর কারিগর কে তা আমি জানিনা । অনেক খুঁজেও পাইনি কারিগরের ঠিকানা ।
যাই হোক খুঁজে যখন পাইনি তখন কারিগরকে তার কাজের জন্য ধন্যবাদ জানাতে এই পোস্ট এর সাহায্য নিলাম ।যিনি এই শিল্পের কারিগর তার প্রতি রইলো আমার শুভেচ্ছা ।
এই জিনিসটি বাঁশের শেকড় দিয়ে বানানো ।
অনুরোধ রইলো এই শিল্পীর কাছে , আপনি চালিয়ে যান আমরা আছি আপনার পাশে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




