[তোমার মন খারাপের দিনগুলোতে
আমার কিছু শ্রেষ্ঠ কবিতার জন্ম হয়]
এই নির্মল রোদেলা দুপুরে আজ কেন
তোমার মন খারাপের দিন গো?
সখি কেন আঁখি জলে,
প্রেরণার তীর ভেঙ্গে আমায় শূণ্য কর?
জানি না। আজ বুঝি না।
আমি জানি না-তুমিতো জানো।।
তবু কেন আঁখি জলে আমায় বাঁধো না
সখি কেন আমায় বাঁধো না?
করতল আজ দেখি নাই প্রিয় তোমার
তব দেখেছি ভাঙ্গা কাঁচের চুড়ি। সে কি? সেসব পণ্য
দুয়ারে কি শোভা পায়?
আমি জানি নাই-আজ নাই জানি তবে
তুমিতো জানো।।
বেদনার দীর্ঘ রাত্রি শেষে যে মাঝি কূল খুঁজে পায়-
তার ছায়া তোমার পরিচিত মনে হয়,
তবু নষ্ট চাঁদের এততুকু আলোয়
আজো তুমি তাকে চিনলে না!
কতটুকু পরিচয় হলে মানুষে মানুষে বন্ধুত্ত্ব হয়
হয়তো তুমি তাই জানো না।
চন্দ্রবিন্দুর কাছে আজ আমি বলি-ক্ষমা দাও, ক্ষমা দাও।
কেননা হদয়ে প্রেমের ক্ষুধা আর দেহের রক্তশূণ্যতা
দুইয়ে মিলে আজ আমি এক অমীমাংসিত ধ্বংসস্তুপ।
আমার অন্তরে এক তুমি
আর বাহিরে তুমি রিক্ত হাতে বিন্ধ্যবাসিনী...
বুকের অসুখে সুখের স্বপ্ন লিখে,
জীবনকে আকাঙ্ক্ষার সঞ্চয়ে পুষ্ট করে,
কেউ কেউ আবার বেঁচে উঠে বা বাঁচার স্পর্ধা দেখায়।
এভাবেই রোদেলা কিংবা হিমশীতল কোনো স্বস্তির প্রভাতে
মানুষের বেঁচে থাকা বেঁচে থাকে ঘোর কুয়াশায়।।
tahsiN//06-03-09
PLEASE DO NOT COPY
©ALL RIGHTS PRESERVED
আলোচিত ব্লগ
আমাদের হাদিকে গুলি করা, আর আওয়ামী শুয়োরদের উল্লাস। আমাদের ভুল কোথায়?


৩০ জনের একটা হিটলিস্ট দেখলাম। সেখানে আমার ও আমার স্নেহের-পরিচিত অনেকের নাম আছে। খুব বিশ্বাস করেছি তা না, আবার খুব অবিশ্বাস করারও সুযোগ নাই। এটাই আমার প্রথম... ...বাকিটুকু পড়ুন
এ যুগের বুদ্ধিজীবীরা !

ডিসেম্বর মাসের চৌদ্দ তারিখ বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। পাকিস্তান মিলিটারী ও তাদের সহযোগীরা মিলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেন লেখক, ডাক্তার, চিকিৎসক সহ নানান পেশার বাংলাদেশপন্থী বুদ্ধিজীবীদের!... ...বাকিটুকু পড়ুন
মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৭)
ষষ্ঠ পর্বের লিঙ্কঃ মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫-….(৬)
০৬ জুন ২০২৫ তারিখে সূর্যোদয়ের পরে পরেই আমাদেরকে বাসে করে আরাফাতের ময়দানে নিয়ে আসা হলো। এই দিনটি বছরের পবিত্রতম দিন।... ...বাকিটুকু পড়ুন
আধা রাজাকারি পোষ্ট ......

আমি স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমার কাছে একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বা পূর্ব পাকিস্তানের সঙ্গে আজকের বাংলাদেশের তুলনা—এসব নিয়ে কোনো আবেগ বা নস্টালজিয়া নেই। আমি জন্মগতভাবেই স্বাধীন দেশের নাগরিক, কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ইন্দিরা কেন ভারতীয় বাহিনীকে বাংলাদেশে দীর্ঘদিন রাখেনি?

কারণ, কোল্ডওয়ারের সেই যুগে (১৯৭১সাল ), আমেরিকা ও চীন পাকিস্তানের পক্ষে ছিলো; ইন্দিরা বাংলাদেশে সৈন্য রেখে বিশ্বের বড় শক্তিগুলোর সাথে বিতন্ডায় জড়াতে চাহেনি।
ব্লগে নতুন পাগলের উদ্ভব ঘটেছে;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।