অনিবার্য পকেটে রেখেই জীবন হাতড়াই
ছেলেবেলার ললিপপ সুখ আলো ফেলে আত্মজার মুখে
নদীর ধারে বয়েসী বটগাছ স্বপ্ন দেখে
হরিৎপত্রের ফাঁকে ফাঁকে দোয়েলের নাচ -
কতো বছর বেঁচে থাকে বট গাছ? গাছ কি তা জানে?
জ্ঞানপাপী মানুষেরই থাকে জিগজাগ মোহ
রিসাইকেলে ফিরে আসবোই বারবার -
বাবা আদম আদৌ হয়েছেন কি গত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


