আমাদের কথোপকথনে কখনো হিসেব-নিকেশ আসেনি
নাগরিক কাঠিন্য আমাদের প্রেমকে ছুঁতে পারেনি
আমরা বুঁদ হয়ে থাকতাম হেলাল হাফিজের কবিতায় আর নজরুলগীতিতে
ডুবে থাকতাম মুক্তগদ্য বা চিত্রকলায়
আমাদের আলোচনায় ছিল কবি ও পাখিদের জীবনী।
এভাবে একটা বিশাল জীবন কাটে না
ঘোর কাটিয়ে ফিরতে হয় বাস্তবে,
তখন দেখি জীবন আসলে ন'টা পাঁচটার দীর্ঘশ্বাস
জীবন তখন বাজারের ব্যাগ, আলু পটল গুড়ো চিংড়ি
হেশেলে ঘেমে নেয়ে নুন হলুদের রসায়ন
জীবন তখন কূট ক্যাচালে খানাখন্দে হাপিত্যেশে খিটখিটে বিলাপ ।
একে অপরের এই ছাপোষা রূপ দেখে ফেলবার ভয়ে
ঘোর কাটতেই সাবধানী আমরা অন্য অন্য নীড়ে থিতু হয়েছিলাম।

সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




