তোমার চোখের ক্লান্তি আমার থেকে ভালো কেউ পড়তে পারবেনা,
এই ক্লান্ত চোখ দেখে আমার মতো কারো বুক কেঁপে উঠবে না ;
অথচ তুমি ক্লান্তি মুছতে যাও পরের কাছে !
আমার মুখে হাসি ফোটানো সবচেয়ে সহজ ছিল ,
অথচ তুমি পরের খুশি কিনতে কি ঝুঁক্কিটাই না পোহাও ।
তুমি শুধু লৌকিকতা বোঝ হৃদ্যতা বোঝোনা ।
ঘরকে হেলা করে তুমি যখন পরকে নিয়ে ব্যতিব্যস্ত,
তোমার মহান হওয়ার নেশা যখন তুঙ্গে;
তখন আমি জ্বরের ঘোরে তোমায় ডাকছিলাম ।
একটু ফিরে তাকালেই বুঝতে
যা খুব স্বাভাবিক ভাবেই তোমার বোঝার কথা ছিল ।
আমি যখন জায়নামাজে তোমার মঙ্গল কামনায় প্রার্থনারত ,
তুমি তখন তাদের লোক দেখানো আদিখ্যেতায় আহ্লাদিত।
দূরত্বটা বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌছেছে, আমরা এখন একে অন্যের নাগাল পাই না আর।
সেই শূন্যস্থান পূরণ করেছে মায়ের চেয়ে বেশি দরদ দেখানো মাসির দল।
আসলেই পূরণ করতে পেরেছে কি ?
তুমি কখনো বুঝবে এই আশা আজ আর করিনা।
বোধদয়ের জন্য তোমাকে যে আঘাত পেতে হবে তা সওয়া আমার পক্ষে সম্ভব না।
হাজার হোক আমি তো তোমার প্রিয় পাত্রদের মত না !

সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




