চৈত্রের শেষ দুপুরের নির্জনতা,
খুব কাছ থেকে ফিরে যাওয়া বিকেল,
সকল সংশয় ও শেষ হতে পারত
যদি তুমি চাইতে।
বসন্তের শেষ রোদের আলোয়
পাশাপাশি হেটে চলা পথে,
দুটি হাত একসাথে বাধা থাকতে পারত
যদি তুমি চাইতে।
চৈত্রের সংক্রান্তির মত
শেষ হয়ে যাবে কি সবকিছু
চলে যাবে কি দৃষ্টির অগোচরে
সারাজীবনের মত?
মনের আড়ালে গিয়ে দেখাও তো
এমন একটি মূহুর্ত খুঁজে দেখাও
যেখানে নেই তোমার ভাবনা
নেই কোনো ক্ষত।
কোথায় তুমি?সত্যি কি আমার?
চোখ থেকে দুফোটা জল গড়িয়ে পড়ে
যা হয়ত চাইলেই তুমি মুছে দিতে পারতে।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০২২ রাত ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




