
ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান অস্ত্র প্রতিযোগিতার প্রেক্ষাপটে ভারত সম্প্রতি ইসরাইলের কাছ অত্যাধুনিক রাডার ব্যবস্থা সম্পন্ন জঙ্গীবিমান এওয়াক্সের একটি চালান গ্রহণ করেছে।
২০০৪ সালে নয়াদিল্লী ও তেলআবিবের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ইসরাইল এ ধরনের আরো দু'টি চালান ভারতকে সরবরাহ করবে। ভারতের বিমান বাহিনীর মুখপাত্র উইং কমান্ডার টি.কে সিনহা বলেছেন, ২০১০ সালের মধ্যে ভারতীয় বিমান বাহিনী এওয়াক্স জঙ্গীবিমানের বাকি দু'টি চালান গ্রহণ করবে।

বিশ্লেষকরা মনে করছে, ইসরাইলী রাডার ব্যবস্থা সম্পন্ন এওয়াক্স জঙ্গীবিমান দক্ষিণ এশিয়ার অস্ত্র প্রতিযোগিতাকে মারাত্মকভাবে উস্কে দেবে। ভারত চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তানের ওপর আধিপত্য বিস্তার এবং পূর্বদিকের সীমান্তে চীনের যে কোন হুমকি মোকাবিলা করার উদ্দেশ্যে ইহুদীবাদী সরকারের কাছ থেকে এই জঙ্গীবিমান সংগ্রহ করেছে। পাকিস্তান ভারতের এই পদক্ষেপের ব্যাপারে উদ্বেগ প্রকাশ বলেছে, দেশটি পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক ক্ষেপনাস্ত্র ব্যবস্থা সংগ্রহ করবে। পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল রাও কামার সুলেমান বৃহস্পতিবার বলেছেন, ইসরাইলের কাছ থেকে ভারতের এওয়াক্স জঙ্গী বিমান ক্রয়ের ঘটনা দক্ষিণ এশিয়ায় নতুন করে অস্ত্র প্রতিযোগিতা সৃস্টি করবে। এয়ার মার্শাল সুলেমান আরো বলেন, আগামী সেপ্টেম্বর নাগাদ তার বাহিনীতে নিজস্ব প্রযুক্তির এওয়াক্স বিমান সংযুক্ত করা হবে। ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জনের পর ভারত ও পাকিস্তান তিন বার পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এছাড়া সীমান্ত বিরোধ নিয়ে ১৯৬২ সালে চীনের সাথেও একবার ভারতের যুদ্ধ হয়েছে। পাকিস্তানের সাথে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং নয়াদিল্লী ইসলামাবাদের সাথে বেইজিংয়ের ঘনিষ্ঠতার ব্যাপারে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে ভারত সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি দখলদার ইসরাইলের সাথে সামরিক সহযোগিতা জোরদার করেছে।

২০০৭ সাল পর্যন্ত রাশিয়ার পরে ইসরাইল ছিল ভারতের কাছে অস্ত্র সরবরাহকারী দ্বিতীয় বৃহত্তম দেশ। কিন্তু এরপর ইসরাইল ভারতের কাছে অস্ত্র রপ্তানির দিক দিয়ে প্রথম স্থান দখল করে। ভারত ও পাকিস্তান মাঝেমধেই বিভিন্ন পাল্লার ক্ষেপনাস্ত্রসহ প্রচলিত ও অপ্রচলিত অস্ত্রের পরীক্ষা চালিয়ে থাকে। দুটি দেশের কাছেই পরমাণু অস্ত্র রয়েছে এবং নয়াদিল্লী বা ইসলামাবাদের কেউই এখন পর্যন্ত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষর করে নি। নয়াদিল্লী অভিযোগ করেছে, শুধুমাত্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য দেশের কাছে পরমাণু অস্ত্র থাকবে- এটা ঠিক নয়।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




