
লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত চিত্রশিল্পী শেপার্ড ফেইরি এবার মিয়ানমারের গণতন্ত্রপন্থী নোবেলজয়ী নেত্রী অং সান সু চির একটি অনন্য ছবি এঁকেছেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ‘হোপ’ শিরোনামের একটি পোস্টার এঁকে তিনি দেশে বিদেশে হইচই ফেলে দিয়েছিলেন। অনেক বিশ্লেষকের মতে, ওবামার বিশাল বিজয়ে শেপার্ডের ওই পোস্টারের ব্যাপক ভুমিকা ছিল।
শেপার্ড বলেছেন, ‘সু চির গৃহবন্দিত্বের বিরুদ্ধে জনসচেনতা সৃষ্টি করতেই তাঁর প্রতিকৃতি আঁকার পরিকল্পনা করি। সু চির মধ্যে একই সঙ্গে সৌন্দর্য ও দৃঢ়চেতা ব্যক্তিত্বের উপস্িথতি তাঁকে আকৃষ্ট করে। এরপরই তিনি তাঁর ছবি আঁকার চিন্তা করেন।
গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সময় তাঁর আঁকা হোপ প্রতিকৃতিটি হুলস্থুল ফেলে দেয়। ওবামার ব্যতিক্রমী ওই প্রতিকৃতি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। এবার তিনি এমন সময়ে সু চির প্রতিকৃতি আঁকলেন যখন গৃহবন্দিত্বের শর্ত ভঙ্গের অভিযোগে ওই নেত্রীর বিচার চলছে।
প্রতিকৃতিটির শীর্ষ দেশে লেখা রয়েছে, ‘ফ্রিডম টু লিড’। তার নিচেই সু চির হাস্যোজ্জ্বল মুখ। প্রেক্ষাপটে রক্তিম আলোর মোটা রেখা। সু চির ঠিক গলার নিচেই রয়েছে শান্তির প্রতীক পায়রা।
সুত্রঃ এএফপি।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




