শিরোনাম নাম দেখে হইত অনেক ভাবনা আসতে পারে।
পরিবারের সবার মাঝে বন্ধন টা অন্যরকম। যখন কাছে থাকে তখন হইত সবসময় তাকে দেখা হয়, তাই মনে হতে পারে সেতো আছেই।আমার বড় ভাই কে যেদিন এয়ারপোর্ট এ বিদায় দিচ্ছিছিলাম সেদিন বুঝতে পারছিলাম পারিবারিক বন্ধন টা সত্যি অন্নরকম।আমার যে কতটা খারাপ লাগছিল সেটা হয়ত কাউকে বলে বুঝান সম্ভব না।
আম্মা কাছে থেকে বিদায় নেবার পর ভাই যখন আমার কাছে আসলো তখন আর চোখের পানি আর ধরে রাখতে পারিনি। একটা ভাই এর জন্য আরেকটা ভাই আর অনুভতি এমন হতেই পারে।নিজেকে এই বলে সান্তনা দেই যে তোমার প্রফেশন এর জন্য তোমাকে সেখানে যেতে হবে,তুমি ডাক্তার হয়ে শুধু একটা জায়গায় আবদ্ধ থাকলে হবে না।
শিক্ষা জীবন শেষ করে বছর খানেক তিনেক হল চাকুরী করার পরওঁ সেই চোখের পানি ধরে রাখা সম্ভব হইনি। হয়ত অনেকের কাছে ছেলে মানুষী মনে হতে পারে, কিন্তু প্রিয়জনের কাছে যে বড় নিরুপাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




