(মডারেটগণ সম্ভবত আমার এই পোষ্টটিও প্রথম পাতায় দেবে না, জানিনা কোন এক অজ্ঞাত কারনে ইদানিং আমার কোন পোষ্ট প্রথম পাতায় আসেনা)
বাঙ্গালী গুজবে কান দিতে পছন্দ করে বলেই মনে হচ্ছে, অথচ আমাদের দেশের প্রায় ৯০% মানুষই মুসলমান। সম্ভবত অধিকাংশই যতটা না কাজে তার চেয়ে বেশি নামে মুসলমান। ইসলাম পালনের চেয়ে কাছা মেরে নাড়ায়ে তাকবির দিতেই বেশি পছন্দ করে। পাঁচ ওয়াক্ত নামাজের ধারে কাছে নেই কিন্তু ইসলাম গেলো বলে গলার রগ ছিঁড়ে ফেলার উপক্রম করে। যাইহোক গুজব তৈরি করতে একটি বিশেষ শ্রেনির প্রয়োজন হয়, সম্প্রতি গুজব ছড়ানোর গু-job টি করছে শিবির, সাইদির চন্দ্র বিজয় এবং শেষ ভিটামিন- এ ক্যাপস্যুল। আজব ! এই ক্যাপস্যুল খেলে নাকি মুসলমানদের আয়ু কমে যাবে আর হিন্দুদের আয়ু বাড়বে। এই ক্যাপস্যুল খাওয়া হারাম। শালারা পাকিস্তান আফগানিস্তানে বাচ্চা দের টীকা কার্যক্রম প্রায় বন্ধ করে দিয়েছে এখন পাঁয়তারা করছে বাংলাদেশে। অথচ গুজব সম্পর্কে পবিত্র কোরআন কি বলে তা হয়তো তারা জানেও না। জানবেই বা কি করে তাদের কাছে কোরআনের চেয়ে মউদুদির বই বেশি গ্রহণযোগ্য।
পবিত্র কোরআনে আল্লাহ্ যা বলেছেন......
আল হুজুরাতের ৬ নং আয়াতে আছে, " মুমিনগণ! যদি কোন ফাসিক(মিথ্যাবাদী) ব্যক্তি তোমাদের কাছে কোন সংবাদ আনয়ন করে, তবে তোমরা পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞতাবশতঃ তোমরা কোন সম্প্রদায়ের ক্ষতিসাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্যে অনুতপ্ত না হও।"
আল্লাহ তায়ালা সূরা নূরের ১৪ নং আয়াতে বলেছেন, 'যখন তোমরা একে মুখে মুখে ছড়াচ্ছিলে এবং মুখে এমন বিষয় উচ্চারণ করছিলে, যার কোন জ্ঞান তোমাদের ছিল না। তোমরা একে তুচ্ছ মনে করছিলে, অথচ এটা আল্লাহর কাছে গুরুতর ব্যাপার ছিল।"
সুতরাং, সাবধান হয়ে যান, খুব সাবধান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



