এইডা নাকি অনেক বড় হেড্যাম। হের গান হুইনা নাকি, উঠতি বয়সের সব পোলা মাইয়ারা ফ্রেম করার লাই উথাল পাথাল শুরু করে। কোন উঠতি বয়সের পোলা যদি উঠতি বয়সের কোন মাইয়ারে এর গান হুনাইতে পারে তাহলে হেই জায়গায় বলে ফ্রেম হবার চাঞ্চ ১০০% ওভার। এক পোলা একবার আমারে কয়, ভাই আপনেরতো এহন দুঃসময় যাইতাছে আমার কাছে একটা গান আছে, হুইনা দেহেন সেরাম লাগবো। গানডা ছাড়ার পর অই পোলাডারে কইষা এক লাথি দিছিলাম। কারন ও আর কারও গান না ছাইড়া, ছাড়ছিল আরোফিন ফুমির গান। আল্লাহর কসম, পোলাডা আমার খুব কাছের ছোডো ভাই। এই ব্যাডার দাড়ি দুগাছ দেখলেই তো আমার চুলকানি উঠে। গানতো হুনা দুরের কথা। আহা এই ব্যাডা কি গান বানায় একটু হুইনা দেইক্ষেন। গানের কথা গুলা সব "তুমি আমি" এই টাইপের। আরও আছে "এক জীবনে এত প্রেম পামু কোম্মে, তোমায় ছাড়া মেলা দূরে ক্যামনে" আহা কি সস্তা লিরিক। এই গানগুলা যহন হিট খায়, তহন তো মনে হয়....!@#%.... থাউক আর কমু না। যারা আগে আমগো গান হুনাইতো এরা এই গান গুলা হুইনা কি কয়? ছাগলগুলা মিউজিক ইন্ডাস্ট্রিতে চাঞ্চ পায় ক্যামনে। এই ছাগলডার লগে এরহম আরও কত গুলা ছাগল এহন মিউজিক ইন্ডাস্ট্রি আইয়া জড় হইয়া কাঁঠাল পাতা চাবাইতাছে আর চাইর দিকে গান বাজতাছে এক রহম " আমি তুমি তুমি আমি"।
এহন লেটেস্ট নিউজ হুনেন আরোফিন ফুমি তো বিয়াইত্তা হেতে বলে আবার বিয়া করবো। এরা পোলাপাইনগো কি ফ্রেম শিখাইবো এতো পাগলেও বুঝে। পরথম আলু পত্রিকায় ছাগলডা কয় কি হুনেন ,
" আমাদের এই সম্পর্কের ব্যাপারটি আমার মা, স্ত্রী এবং পরিবারের সবাই জানেন। পুনরায় বিয়ে করার ব্যাপারে আমার স্ত্রীর কাছ থেকে মৌখিক সম্মতিও পেয়েছি। আশা করছি, আমার দ্বিতীয় বিয়ে নিয়ে আমার ও অনন্যার ( অনন্যা হেতের বউ) মাঝে কোনো সমস্যা হবে না।"
ছাগলডা আরও বলে যে,
"সম্প্রতি কামরুন নেসা তাঁর আগের স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি টেনেছে। কিন্তু আইনগতভাবে এখনো কিছু সমস্যা রয়ে গেছে। ওই বিষয়টির সমাধান হওয়ার পরই আমরা বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেব। আর তখন তা অবশ্যই সবাইকে জানাব"।
মেলা দিন সুযোগ খুজতাছিলাম এই গুলারে কিছু একটা কমু। চাঞ্ছ পাইছি কইয়া দিছি। আমার পোস্ট পইড়া যদি কেউ খারাপ কমেন্ট করতে চাসতো
করতে পারিস। দুঃখ লাগব না কারন, বাংলা গানেরে যারা বারোটা বাজায় তাগো আমি এডিই কমু।
খবরের সুত্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




