বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে পোস্টার, ব্যানার ছাপানো হয় অসংখ্য। কেউ কোনো কমিটিতে সুযোগ পেল অমনি ছাপানো হলো নতুন পোস্টার। পোষ্টার এ ছবি থাকে তার নিজের--- স্থানীয় এমপির--- প্রধানমন্ত্রীর এবং বঙ্গবন্ধুর। বঙ্গবন্ধুর ছবির আকারটি সবচেয়ে ছোট। এবার পোস্টারের ভাষা---- ---- কে -- অমুক কমিটির --- অমুদ পদ প্রদান করায় ---- শেখ হাসিনাকে অভিনন্দন।
সেদিন সাভার পৌরবাজারে দেখলাম সাইনবোর্ড--- সাভার পৌরবাজার তরকারি ব্যবসায়ী লীগ। সেখানে শেখ হাসিনা আর বঙ্গন্ধুর ছবি। ভাই তরকারি ব্যবসায়ী লীগ নামে আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন আছে কিনা আমার জানা নাই।
কেবল আওয়ামী লীগ নয় বিএনপির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যে কোনো পোস্টারে জিয়া, খালেদা জিয়া, তারেক জিয়া সবার ছবি লাগনো থাকে। সেখানেও একই ধরনের শ্লোগান।
একই ভাবে দেখা যায় অনেক চিহ্নিত সন্ত্রাসী, ভূমিদস্যু, চোর ডাকাতও কিন্তু বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করছে। জাতীয় নেতাদের ছবির অপব্যবহার রোধে কারো কি কিছু করার নাই?
বঙ্গবন্ধু জাতির পিতা। তাহলে তার ছবি কোথায় কিভাবে ব্যবহার করা যাবে তার একটি কোড অবশ্যই থাকা উচিত। প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেত্রীরাও রাষ্ট্রীয় পদ দখল করে আছেন। তাদের ছবিও আজে বাজে স্থানে ব্যবহার করা উচিত নয়।
(অবশ্য আমাদের নেতা নেত্রীরা যদি সকল ধরনের পোস্টারে তাদের ছবি দেখতে চান তাহলে বলার কিছু নাই। চলচ্চিত্রের নাঘক নায়িকারা যেমন স্ক্যান্ডাল পছন্দ করেন বাজার বাড়ানোর জন্য তারাও যদি একই ভাবে বাজার বাড়াতে চান তাহলে বলার আর কি আছে?)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




