ওরা মানুষের বীর্য থেকে জন্মেনি। ওরা মতৃজঠরে বড় হয় নি। ওরা শুয়োরও নয়- কুকুরও নয়। সৃষ্টিকর্তা এমন অধম প্রাণি তৈরি করতে পারেন না।
ওরা জঙ্গল- ভিনগ্রহ থেকে আসা এলিয়েন।
ওরা শয়তানের পিতারও পিতা। ওদের দেখে শয়তানও লজ্জা পাবে।
ওই ঘটনার নামে- একদল এখন পহেলা বৈশাখের বিরুদ্ধে সোচ্চার।
তার মানে তারাই এই ঘটনা ঘটিয়েছে- যারা পহেলা বৈশাখের সার্বজনীন উৎসব চায় না?
তার মানে তারাই এই ঘটনা ঘটিয়েছে যারা রাজনৈতিক পরিচয়ের আড়ালে অন্যের ম্যান্ডেট বাস্তবায়ন করছে।
তার মানে তারাই এই ঘটনা ঘটিয়েছে যারা শাহবাগ নিয়ে কুৎসা রটায়, বইমেলা নিয়ে কুৎসা রটায়- নারী সাংবাদিক নিয়ে কুৎসা রটায়।
তার মানে তারাই এই ঘটনা ঘটিয়েছে যারা- সব ঘটনাকে রাজনৈতিক দৃষ্টিতে বিচার করে প্রতিপক্ষকে দোষারোপ করতে চায়।
এরা সবাই কুলাঙ্গার্। যারা ঘটায় তারা, যারা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে - তারা। যারা এই ঘটনাকে উপজীব্য করে পুরো উৎসবকে খাটো করার চেষ্টা করে। এরা সবাই এক এলিয়েন কুলাঙ্গার জাতি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




