ভালবাসা ভাল তবে,
মন্দ কেন হবে,
ভাল যাকে বাসবে তুমি ,
সেত ভাল হতেই হবে,
ভালবেসে প্রাণ খুলে ,
মানুষ মানুষে জয়ী ,
দুটি মন এক হলেই স্বর্গীয় সুখ হয়।
জগতে মানুষ হলে চাওয়ার আশা রবে
চাওয়া মত না পেলে মূল্য কি আর দিবে?
উপরে সুন্দর অতি ভেতরে আধার
মানুয়ষর ক্ষমতা কি ভেতরে দেখার !!!
কিনচিৎ ভাল বুঝেই ভালবাসা হয়
অবশেষে মন্দ প্রকাশে সে কি আর রয়???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




