কি হচ্ছে পাকিস্তানে পাকিস্তান তার টিটিপি তেহরিক হি তালেবান আমেরিকান ডলার খেয়ে তৈরী করেছিল, আফগান এবং খোদ আমেরিকার সাথে ডাবল গেম করেছিল জেহাদি গোষ্ঠী তৈরী করে, আমেরিকার ড্রোন ফাইটার পাকিস্তান থেকে উড়ে আফগানিস্তানে বোম্বিং করতো উল্টো দিগে তালিবান তৈরী করে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করত | আজকের দিনে আমেরিকা বলেন আর আফগান ? পাকিস্তানের মুখোশ খুলে গেছে পয়সার জন্য সে সবার সাথে বেইমানি করতে পারে | হিলারী ক্লিন্টন পাকিস্তান কে একবার বলেছিল তোমার বাড়ির জমিতে যদি সাপ পালো তবে সেই সাপ কোন সময়ে তোমাকেই ছোবল দেবে, আজ সেইটাই হচ্ছে | পাকিস্তানের রিজার্ভ অতন্ত দুর্বল মাত্র 7 বিলিয়ন আর ভারতের রিজার্ভ প্রায় 690 বিলিয়ন ডলার ভারত একদিগে সেনা সমাবেশ করে পাকিস্তান কে অর্থনৈতিক ভাবে দুর্বল করতে চায় কারণ এতে প্রতিদিন কোটি কোটি ডলার খরচ হয় | এইবার ইন্টারন্যাশনাল কোর্টে পাকিস্তান কে দুর্বৃত্ত রাষ্ট ঘোষণা করে সমস্ত ফান্ড যেমন আইএমএফ সাহায্য বন্ধ করতে উদ্যোগী হয়েছে কারণ আইএমএফ এর ঋণ বন্ধ হলে পাকিস্তান দেউলিয়া হয়ে যাবে | অন্য দিগে বেলুচিস্তানের স্বাধীনতার যুদ্ধ ও টিটিপি তেহরিক হি তালেবান এর প্রতিশোধের আগুনে পুড়ছে প্রতিদিন | পাকিস্তান তার সেনা কম্যান্ড পুরোপুরি ভারত সীমান্তে মোতায়ন করেছে অন্য দিগে আজ শনিবার বালুচ রেবেলস পাকিস্তানের গুরুত্ব পূর্ণ শহর কালাচ ডিস্ট্রিক দখল করে নিয়েছে যেখান দিয়ে পাকিস্তানের গোয়াধার বন্দর, অন্য দিগে তালেবান বেইমানির বদলা তাদের সীমানা দখল করার অভিযোগ এনে তাদের আমেরিকার ছেড়ে যাওয়া অত্যাধুনিক অস্ত্র দিয়ে প্রতিদিন পাকিস্তান সীমান্তে আক্রমণ চালাচ্ছে, দেখা যাছে পাকিস্তানের টেনশনের কারণ হচ্ছে ভারত কেন তাদের আক্রমণ করছে না, এইটাই হচ্ছে আর্ট অফ ওয়ার । ভারত রাশিয়ার মত হুড়ুম ধরুম করে আক্রমণ করবে না সে সীমান্তে বসে পাকিস্তান কে টেনশন দেবে, উল্টো দিগে বালুচ, টিটিপি, সিন্ধু , গিলগিট য়ে বিদ্রোহের আগুন জ্বলছে তো পাকিস্তানের দক্ষিণে আগুন জ্বলছে কিন্ত সে তার ফৌজ পূর্বে নিয়ে আসতে বাধ্য হয়েছে এইবার খেলা জমে গেছে আফগানিস্তান ও ইরানের চাবাহার বন্দর দুইখানেই ভারতের ইনভেস্ট এবং দুইটাই ভারতের স্ট্র্যাটিজিক পার্টনার যেইখান ভারত মধ্য এশিয়া ইউরোপ বিস্তৃত ট্রানজিট রুট খুলছে, অবস্তা টা পূর্বে নজর দিতে গেলে দক্ষিণ হাত ছাড়া হবে আর দক্ষিণে নজর দিতে গেলে পূর্বে পাকিস্তানের গিলগিট লাহোর অথবা আজাদ কাশ্মীর ? দেখা যাক ভবিষ্যৎ কি বলে ?
আলোচিত ব্লগ
এ যুগের বুদ্ধিজীবীরা !

ডিসেম্বর মাসের চৌদ্দ তারিখ বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। পাকিস্তান মিলিটারী ও তাদের সহযোগীরা মিলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেন লেখক, ডাক্তার, চিকিৎসক সহ নানান পেশার বাংলাদেশপন্থী বুদ্ধিজীবীদের!... ...বাকিটুকু পড়ুন
মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৭)
ষষ্ঠ পর্বের লিঙ্কঃ মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫-….(৬)
০৬ জুন ২০২৫ তারিখে সূর্যোদয়ের পরে পরেই আমাদেরকে বাসে করে আরাফাতের ময়দানে নিয়ে আসা হলো। এই দিনটি বছরের পবিত্রতম দিন।... ...বাকিটুকু পড়ুন
টাঙ্গাইল শাড়িঃ অবশেষে মিললো ইউনস্কর স্বীকৃতি

চারিদিকে যে পরিমান দুঃসংবাদ ছড়িয়ে ছিটিয়ে আছে এর মধ্যে নতুন এক গৌরবময় অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশের টাঙ্গাইলের তাতের শাড়ি এর জন্য, ইউনেস্কো এই প্রাচীন হ্যান্ডলুম বুননের শিল্পকে Intangible Cultural... ...বাকিটুকু পড়ুন
আধা রাজাকারি পোষ্ট ......

আমি স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমার কাছে একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বা পূর্ব পাকিস্তানের সঙ্গে আজকের বাংলাদেশের তুলনা—এসব নিয়ে কোনো আবেগ বা নস্টালজিয়া নেই। আমি জন্মগতভাবেই স্বাধীন দেশের নাগরিক, কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ইন্দিরা কেন ভারতীয় বাহিনীকে বাংলাদেশে দীর্ঘদিন রাখেনি?

কারণ, কোল্ডওয়ারের সেই যুগে (১৯৭১সাল ), আমেরিকা ও চীন পাকিস্তানের পক্ষে ছিলো; ইন্দিরা বাংলাদেশে সৈন্য রেখে বিশ্বের বড় শক্তিগুলোর সাথে বিতন্ডায় জড়াতে চাহেনি।
ব্লগে নতুন পাগলের উদ্ভব ঘটেছে;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।