গত অগাষ্ট মাসে ইঞ্জিনিয়ার কামাল হোসেন সাহেবের শারীরিক অবনিতি নিয়ে সামহয়ানইন ব্লগে পোষ্ট দিয়েছিলাম।
২০ অগাষ্ট শুক্রবার কামাল সাহেবের বড় ভাইকে ঢাকায় আমন্ত্রণ জানাই। কীভাবে তার পরিবারকে সাহার্য সহযোগীতা করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পূর্বেই জানিয়েছিলাম, কামাল সাহেবের বর্তমানে এমন অবস্থা নেই যে তিনি কিছু করে চলতে পারবেন। আর চিকিৎসার মাধ্যমে শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হবে এমনটাও আশা করা যায় না। আমরা সাধারণত এসব ক্ষেত্রে সরাসরি ক্যাশ টাকা দেওয়ার পক্ষে ছিলাম না। এমন কিছু করতে চেয়েছি যার সুফল তিনি দীর্ঘসময় ভোগ করতে পারবেন।
যাই হোক, একটা গবাদিপশুর খামার স্থাপন করার সিদ্ধান্ত নিলাম সবাই। সেই লক্ষে আমরা কাজ করি এবং ৩০ সেপ্টেম্বর রাতে পাবনার উদ্দেশ্যে রওনা দেই।
পাবনায় আমাদের তোলা কিছু ছবি শেয়ার করলাম।
পাবনার পথে...
ইঞ্জিনিয়ার কামাল সাহেবের বাড়ির কাছাকছি।
"ইঞ্জিনিয়ার কামাল হোসেন এ্যানিমেল ফার্ম"
খামার প্রস্তুত।
কামাল সাহেবের পরিবারের সদস্যরা
কামাল সাহবের বাবা এবং আমরা
পাবনার কয়েকজন বিখ্যাত মানুষের সাথে কিছুক্ষণ..
ইঞ্জিনিয়ার কামাল সাহেবের বর্তমান অবস্থা
কামাল সাহেবের শারীরিক অবস্থার অবনতি অব্যাহত রয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্বাভাবিক চিকিৎসা চলছে এবং নিয়মীত ঔষধ সেবন করছেন। তরলজাতীয় খাবার পান করেন। কিছুকাল আগে হুইল চেয়ারে বসলেও এখন সেই সামর্থ হারিয়েছেন। শারীরিকভাবে সম্পূর্ণ অক্ষম কামাল সাহেব বিছানায় এটিঠ ওপিঠ করে সময় কাটান। আমরা কিছু ক্যাশ টাকা কামাল হাসেবের হাতে তুলে দেই।
পাবনায় গ্রামবাসীর আতিথীয়তায় আমরা মুগ্ধ। এক কথায় অসাধারণ। স্থানীয় অনেকে আমাদের কাজে সাহায্য করেছেন। পাবনা ভ্রমণ আমরা ভালোই উপভোগ করি। ২ তারিখ রাতে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেই।
আল্লাহর অশেষ রহমত, আমরা অত্যান্ত সফলভাবে এই ইভেন্ট শেষ করতে পেরেছি। ইঞ্জিনিয়ার কামাল সাহেব জীবনে যা হারিয়েছেন তা হয়তো কখনো ফিরে পাবেন না। কিন্তু সামান্য আনন্দ, বেঁচে থাকার সামান্য প্রেরণা, আর্থিকভাবে কিছুটা স্বাবলম্বি হয়ে বাকি জীবনটা হয়তো পার করতে পারবেন। জীবনের
আমরা কজন:
> অর্ণব
> পিয়াস
> লুপেন
> আদিল
> জয়তু
> মৈত্রী
> শাওন
> মনসুর
> লিমন
> বাবু ভাই
> পিয়াস
> ফরহাদ
> আলো
> সাইমন
> মায়া
> মামুন
সৌজন্যে: Dream Maker
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১০ রাত ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




