প্রকৌশলী মোঃ মঞ্জুরুল আলম রিপন কতর্ৃক সম্পাদিত ও প্রকাশিত ডি-এঙ্ সমর্্পকিত দ্বি-মাসিক ম্যাগাজিন উত্তরণ নিউজ লেটারের বার্ষিক গ্রাহক চাঁদা 100.00 (একশত টাকা মাত্র) টাকা মনি-অর্ডার যোগে প্রেরণ করে অথবা 01712945438 নাম্বারে Flexi Load পাঠিয়ে গ্রাহক হওয়া যাবে। মনি-অর্ডারের নিচের অংশে ঠিকানা স্পষ্ট করে লিখতে হবে। Flexi Load পাঠানোর সাথে সাথে মেসেজেরে মাধ্যমে ঠিকানা পাঠাতে ভুলবেন না। আলাদাভাবেও প্রতিটি কপি সংগ্রহ করা যাবে, সেেেত্র মনি-অর্ডারের নিচের অংশে ঠিকানা, মাস এবং কোন সংখ্যা পেতে চান স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। টাকা পাঠানোর ঠিকানা: মিসেস্ আরিফা আলম দোলন উত্তরণ নিউজ লেটার ডিএমসি # 3 (নিচতলা) উত্তর-পূর্ব কাফরুল ঢাকা সেনানিবাস ঢাকা-1206 বাংলাদেশ Flexi Load করার নম্বর: 0171 2 945438
মার্চ-এপ্রিল, নভেম্বর-ডিসেম্বর সংখ্যা দু'টো শ্রোতাদের লেখা নিয়ে বিশেষ সংখ্যা হিসেবে 16 পৃষ্ঠায় এবং বাকী চারটি সংখ্যা 8 পৃষ্ঠা নিয়ে উত্তরণ নিউজ লেটার হাজির হবে শ্রোতাদের দরজায় প্রতি দুই মাস অন্তর। সবার সার্বিক সহযোগিতা সব সময় কাম্য।
পূর্বের কপি অর্থাৎ মার্চ-এপ্রিল, 2006 (1ম সংখ্যা)/ মে-জুন, 2006 (2য় সংখ্যা)/ জুলাই-আগস্ট, 2006 (3য় সংখ্যা)/ সেপ্টেম্বর-অক্টোবর, 2006 (4র্থ সংখ্যা) পেতে চাইলে প্রতি কপির জন্য 15.00 টাকা হারে মনি-অর্ডার করতে হবে। - সম্পাদক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



