‘দেশের ঐতিহ্যবাহী মনিপুরী বয়নশিল্পের উন্নয়নের জন্য নতুন করে পদক্ষেপ নেয়ার সময় এসেছে। উপযুক্ত সুযোগ-সুবিধা দেয়া হলে এই হস্তশিল্পের হারানো ঐতিহ্য ফিরে আসবে। দেশের উন্নয়ন ও মনিপুরী নারীর ক্ষমতায়নের জন্য এই শিল্পকে রক্ষা করা জরুরি’- বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর আবুল কাশেম। দুই দিনব্যাপী মনিপুরী হস্তশিল্প প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘মনিপুরীদের ঐতিহ্য ধরে রাখার জন্য আমাদের সকলকে কাজ করতে হবে। মনিপুরী শিল্পীরা যাতে স্বল্পসূদে ব্যাংক ঋণ পায় সেজন্য আমরা দুইটি ব্যাংককে উদ্বুদ্ধ করেছি। আধুনিক বাংলা গড়তে চাই, যে বাংলা পরিবেশ নষ্ট কওে না। শিল্প-কারখানা বুড়িগঙ্গা ধ্বংস করছে, কিন্তু মনিপুরীরা পরিবশে নষ্ট করছে না। তারা মেধা কাজে লাগিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে ব্যাংকিং পরিষেবার আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছি। বরাবরই আমরা এসএমএইকে বিশেষ নজর দিচ্চি। এই শিল্পে জন্য আমাদের সহায়তা অব্যাহত থাকবে। আমরা নারীর ক্ষমতায়নের ওপর জোর দিচ্ছি, কারণ শুধু পুরুষের ওপর ভর করে রাষ্ট্র দাঁড়াতে পারে না। তাই দেশকে এগিয়ে নিতে দেশীয় শিল্পকে এগিয়ে নিতে হবে’।
উদ্বোধনী অনুষ্ঠানে ফ্যাশন ডিজাইনার ও প্রকল্পের কনসালটেন্ট চন্দ্র শেখর সাহা, ‘মনিপুরীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য এটি একটি চ্যালেঞ্জ প্রকল্প। অল্প সময়ে হলেও এই জনগোষ্ঠীর সদস্যরা তাদের মেধা ও মননকে কাজে লাগিয়ে কাজ করেছে। ১৮০ দিনের প্রকল্পের মাধ্যমে বাঙালি মনিপুরীরা তাদের মেধাকে কাজে লাগিয়েছেন, নানা প্রতিবন্ধকতার মধ্যে ৫৭৬টি পণ্য উৎপাদিত হয়েছে’।
উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেত্রী শিল্পী আফসানা মিমি বলেন, ‘মুনিপুরী শাড়ির সঙ্গে পরিচয় অনেক দিনের। এই শাড়ির বুনন কৌশল, রংয়ের খেলা আমার ভালো লাগে। কিন্তু সঠিক দিক-নির্দেশনা আর প্রয়োজনীয় কাঁচামালের সরবরাহ না থাকার কারণে এই শিল্প ধীরে ধীরে পিছিয়ে পড়েছে। এই কর্মকান্ডের মাধ্যমে নতুন করে পথচলা শুরু করার সময় এসেছে। আমাদের ফ্যাশন হাউজগুলোতে মনিপুরী শাড়ি রাখার ব্যবস্থা করা হলে আমরা হাতে কাছেই এই শাড়ি পাবো’।
অক্সফ্যামের কান্ট্রি ডিরেক্টর ¯ স্নেহাল ভি সোনেজি বলেন, ‘এই মুহুর্তটি আমার কাছে অত্যন্ত আনন্দময়। এই প্রকল্পটির মাধ্যমে আমরা এই জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির পাশাপাশি এই শিল্পটিকে ধরে রাখার চেষ্টা করেছি। আমরা সমিল্লিতভাবে চেষ্টা করলে ঐতিহ্যবাহী এই হস্তশিল্পকে এগিয়ে নিতে পারি’।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. ইঞ্জিনিয়ার সৈয়দ ইহসানুল করিম বলেন, ‘মোইরাং আমাদের দেশের একটি ঐতিহ্য। আমরা দেশীয় ঐতিহ্য ও প্রযুক্তিকে লালন করে বাজার সৃষ্টি দিকে জোর দিচ্ছি। আমাদের দেশ অনেক রঙের দেশ। এই দেশের ঐতিহ্যকে জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে এগিয়ে নিতে পারলে আমরা এগিয়ে যেতে পারবো। এই উদ্যোগকে এগিয়ে নেবার জন্য এসএমই ফাউন্ডেশন থেকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে’।
উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচজন মনিপুরী হস্তশিল্পী এবং ফ্যাশন ডিজাইনার চন্দ্র শেখর সাহাকে সম্মাননা প্রদান করা হয়।
ঢাকায় হয়ে গেলো দু’দিন ব্যাপী ঐতিহ্যবাহী মনিপুরী হস্তশিল্প মেলা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=হিংসা যে পুষো মনে=

হাদী হাদী করে সবাই- ভালোবাসে হাদীরে,
হিংসায় পুড়ো - কোন গাধা গাধিরে,
জ্বলে পুড়ে ছাই হও, বল হাদী কেডা রে,
হাদী ছিল যোদ্ধা, সাহসী বেডা রে।
কত কও বদনাম, হাদী নাকি জঙ্গি,
ভেংচিয়ে রাগ মুখে,... ...বাকিটুকু পড়ুন
গণমাধ্যম আক্রমণ: হাটে হাঁড়ি ভেঙে দিলেন নূরুল কবীর ও নাহিদ ইসলাম !

জুলাই গণঅভ্যুত্থানের রক্তস্নাত পথ পেরিয়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সাম্প্রতিক মব ভায়োলেন্স এবং গণমাধ্যমের ওপর আক্রমণ সেই স্বপ্নকে এক গভীর সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। নিউ এজ... ...বাকিটুকু পড়ুন
রিকশাওয়ালাদের দেশে রাজনীতি
রিকশাওয়ালাদের দেশে রাজনীতি
সবাই যখন ওসমান হাদিকে নিয়ে রিকশাওয়ালাদের মহাকাব্য শেয়ার করছে, তখন ভাবলাম—আমার অভিজ্ঞতাটাও দলিল হিসেবে রেখে যাই। ভবিষ্যতে কেউ যদি জানতে চায়, এই দেশটা কীভাবে চলে—তখন কাজে লাগবে।
রিকশায়... ...বাকিটুকু পড়ুন
বিএনপিকেই নির্ধারণ করতে হবে তারা কোন পথে হাটবে?

অতি সাম্প্রতিক সময়ে তারেক রহমানের বক্তব্য ও বিএনপির অন্যান্য নেতাদের বক্তব্যের মধ্যে ইদানীং আওয়ামীসুরের অনুরণন পরিলক্ষিত হচ্ছে। বিএনপি এখন জামাতের মধ্যে ৭১ এর অপকর্ম খুঁজে পাচ্ছে! বিএনপি যখন জোট... ...বাকিটুকু পড়ুন
ভারতীয় আগ্রাসনবিরোধী বিপ্লবীর মৃত্যু নেই

শরিফ ওসমান হাদি। তার হাদির অবশ্য মৃত্যুভয় ছিল না। তিনি বিভিন্ন সভা-সমাবেশ, আলোচনা ও সাক্ষাৎকারে বক্তব্য দিতে গিয়ে তিনি অনেকবার তার অস্বাভাবিক মৃত্যুর কথা বলেছেন। আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতবিরোধী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।