
যাদুগরী নগরীর বাসিন্দারা
বলতে পার গত দুটি মাস
কবে তোমার নগর ঘুমিয়েছে নির্ভার হয়ে?
কবে নেচেছিল শ্যাম্পেইন বুদবুদে চঞ্চল রেস্তোরাঁ?
কবে শেষ রাত অবধি জেগেছিল তিলোত্তমার চঞ্চল চিকুর ?
কবে ছড়িয়েছিল শহরের ফুলগুলো সমস্ত বুকের ঘ্রান?
কবে হেসেছিল প্রানখুলে বৈশাখের হেসেল ঘর?
কেউ জানে না!
যাদুগরী নগরীর বাসিন্দারা,
দেখ, ইতালির লুম্বারদিনিতে,
যখন সমস্ত সমতলে আসমানে,
মিলান থেকে রোম অবধি খুজতে থাকে মানুষ পরওয়ারদিগার,
বিদীর্ণ কন্ঠে ফ্রান্সের গলিতে তোলে তাহার জিকির
তিনটি শতাব্দীর প্রথা ভেঙে স্পেনে গেয়ে যায় সুললিত সুর
তখন বল তো, কে মহান?
কে মহান এই দিগম্বরীর বুকে?
তোমাদের লজিকের লজিক্যাল ব্যবচ্ছেদ করে
কে রুখে দিল শহরে শহরে সমস্ত দূষণ?
কে এনে দিল মধ্যপ্রাচ্যের আরব শিশুদের শান্তির ঘুম,
কিভাবে এল রেকর্ড কালো সোনার নেগেটিভ মূল্যমান?
কে ভেঙে দিল সমুদ্রবল্গা রনতরীর দুরন্ত মাস্তুল?
কে খুলে দিল জংগল হরিণীর নিষ্ঠুর জিঞ্জির?
চোখের জানালা খোলে দেখ,
রাতের সহস্র তারায় চোখে অন্তরে
কে বন্দীদশায়, কে মুক্ত বিহঙ্গ?
খোজ নাও, চেয়ে দেখ!
যাদুগরী নগরীর বাসিন্দারা,
বলতে পার গত দুটি মাসের কম্পন,
তোমাদের কি বলতে চায়?
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



