somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আধাঁর রাতে স্বপ্নরা মোর; শুকতারা হয়ে জ্বলে, বুকের মেরুর দূঃখ গুলো বরফ হয়ে গলে| দিন কি রাতে নীল প্রভাতে স্ম্ তির নৌকা চলে, তবুও আমি... সামনে দেখি পিছুটান ভুলে, হয়তো বাউন্ডুলে বলে|

আমার পরিসংখ্যান

আমি এক বাউন্ডুলে
quote icon
আমি এক বাউন্ডুলে এটাই আমার পরিচয়। গান ভালবাসি আর ভালবাসি ঘুরতে, সময় পেলেই পালাই এই ধুসর শহরটা ছেড়ে দূরে কোথাও............. আড্ডা আমার একমাত্র রুটিন......... আমার দেশটাকে অনেক ভালবাসি ......... স্বপ্ন দেখি আসাম্প্রদায়িক বাংলা ভাষার নতুন মানচিত্র......
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

নিশ্চুপ রাতের গভীরতায়

লিখেছেন আমি এক বাউন্ডুলে, ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৮


রাতের পুনরাবৃত্তি মহাকালের ভেলায়।
দিনের আলো, অন্ধকারে মেলায়।
ধ্রুবক অমানিশার একচিলতে স্তব্ধতায়।
অবগাহন শেষে নীরবতা ভাঙ্গে
আত্মার স্পন্দনে
ধুক ...ধুক, ধুক ...ধুক, ধুক ...ধুক
সাক্ষী দেয় জীবনের।

অমাবস্যার তিমিরে ক্ষীয়মাণ তারা,
আর নির্ঘুম কিছু জোনাকি।
রাতের ঘুমঘোরে জেগে ওঠা
কিছু নীল বেদনা ছন্নছাড়া।
বাঁদুরে মতো উড়ে।
ফড় ...ফড়,ফড় ...ফ্‌ড়, ফড় ...ফড়
পাখা ঝাপটায় তিমির তিয়াসে।

অলিখিত কাব্যের অস্থিরতা বাড়তে থাকে
রাতজুড়ে শতাব্দীর গভীরতায়,
সময়ের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৬১ বার পঠিত     like!

বোকা বাউন্ডুলে

লিখেছেন আমি এক বাউন্ডুলে, ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:০৬


বোকা আমায় বলতেই পারো!
হয়তো আমি বোকাই।

না হলে কি দিবা নিশি,
এমন করে চলেছি ভাসি?
বুকে নিয়ে হাজার ক্ষত
দেখি স্বপ্ন কত শত।

দিন বদলের গান গেয়ে যাই।
হয়ে স্বপ্ন টোকাই।
হয়তো আমি বোকাই।

না হলে কি রাত দুপুরে
থাকো এমন বুকটা জুড়ে।
ফেলে একা গেলে চলে।
কিসের আশায় তবুও মন
খুঁজে ফিরি সারাটা ক্ষন।

ফেলে যাওয়া পথের পানে
ফিরে ফিরে তাকাই।
হয়তো আমি বোকাই।

©_____বাউন্ডুলে বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৮২ বার পঠিত     like!

অনাগত আগামী

লিখেছেন আমি এক বাউন্ডুলে, ২৪ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:০৯

...
অনাগত প্রতিটা প্রহরে
ছুঁয়ে যাবো তোর ঘড়িঘর।
কালবৈশাখে ঝড়ো মাতমে
ঐ ভীরু চোখের আত্মসমর্পণে
রাত জাগানিয়া ভোর।

অহর্নিশি ভেজা শ্রাবণী মেঘনীল গর্জনে
আমার বুকে তোর মুখ লুকানো রাতে।
কিংবা ;
জানালার পর্দার ফাক গলে
অবারিত মিস্টি রোদের নরম আদরে।
মান অভিমানের খুনসুটি চাদরে।
তোর অনাগত প্রতিটা প্রহরে
ছুঁয়ে যাবো তোর ঘড়িঘর।

©____বাউন্ডুলে বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩৪ বার পঠিত     like!

অতৃপ্তি হোক গত

লিখেছেন আমি এক বাউন্ডুলে, ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৪৩

অতৃপ্তি হোক গত

... ... ... ... ... ... ... ... ... ...

কৃষ্ণ গহ্বরের পানে ছুটে চলেছি !

মহাকালে হারিয়ে যাইনি।

এখনো আছি নশ্বর এই পৃথিবীতেই

হয়তো থাকবো আরো কিছুকাল। ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৯ বার পঠিত     like!

বন্ধুত্ব (প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব,তৃতীয় পর্ব ) একসাথে

লিখেছেন আমি এক বাউন্ডুলে, ১১ ই আগস্ট, ২০১২ সকাল ৮:০৬

বন্ধুত্ব (প্রথম পর্ব)





ঊষর তৃষ্ণার্ত মরুর বুকে ক্যকটাস আমি

দুখের তীব্রতায় বয়ে চলা অচেনা নদী।

ভেতরের কান্নাগুলো রক্তজমাট তিলে তিলে

ব্যস্ত পৃথিবীর যান্ত্রিকতায় কেউ দেখেনি আজ অবদি। ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩৯ বার পঠিত     like!

কোন অসীমে ?

লিখেছেন আমি এক বাউন্ডুলে, ১১ ই আগস্ট, ২০১২ সকাল ৮:০৪

"" কোন অসীমে ? ""



মাথার ওপর আধখানা চাঁদ,

স্বপ্ন পোড়ায় অস্থির এ রাত।

বিষন্ন মনের যত আয়োজন;

আবার দুচোখে শ্রাবন। ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫১ বার পঠিত     like!

অচিন মনের চেনা ভাষা

লিখেছেন আমি এক বাউন্ডুলে, ১১ ই আগস্ট, ২০১২ সকাল ৮:০৩

অচিন মনের চেনা ভাষা



"সুখের ব্যাধি মনেতে মোর,

আদি অন্ত জুড়ে।

সুখ পাখিটা ডাকছে দেখো

রাত দুপুর আর ভোরে।

এত সুখে আছি তবুও ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭০ বার পঠিত     like!

প্রিয় শ্রাবণ

লিখেছেন আমি এক বাউন্ডুলে, ১১ ই আগস্ট, ২০১২ সকাল ৮:০১

প্রিয় শ্রাবণ



আরো একটি আষাঢ়ের সমাপ্তি;

অস্থির শুন্যতায় ছুঁয়েছে মন।

কাল যে আমার অনেক চেনা,

অনেক অনেক স্মৃতির দেনা

আমার প্রিয় শ্রাবণ" ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৪ বার পঠিত     like!

ধ্রূবক অতীত

লিখেছেন আমি এক বাউন্ডুলে, ১১ ই আগস্ট, ২০১২ সকাল ৮:০০

“ ধ্রূবক অতীত ”



ঝাপসা চোখে দেখলাম, সিলিং ফ্যানটা ঘুরছে

স্তব্ধ সময়ের সাক্ষী দু ফোটা নোনাজল

গাল বেয়ে নেমে গেল আমার।

আশ্চর্য্য আমি কাদছি!

পারিনি আমি, আজও পারিনি ভুলতে ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫১ বার পঠিত     like!

অণ্বেষন

লিখেছেন আমি এক বাউন্ডুলে, ১১ ই আগস্ট, ২০১২ সকাল ৭:৫৯

“ অণ্বেষন ”



অস্থির সময়, অস্থির মন।

অজানা অনুভূতি, যখন তখন।

একটুখানি সুখের তরে

করছি পুরো বিশ্ব খনন। ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭১ বার পঠিত     like!

অভিযোগ

লিখেছেন আমি এক বাউন্ডুলে, ১১ ই আগস্ট, ২০১২ সকাল ৭:৫৭

“অভিযোগ”



ভুল করে যদি ফিরে আসো কখনো!

ভেবনা কাছে টেনে নেব।

বিনিদ্র একাকী শত রজনী আমার

তোমায় ফিরিয়ে দেব। ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৯ বার পঠিত     like!

মহাকাল

লিখেছেন আমি এক বাউন্ডুলে, ০৬ ই জুন, ২০১২ ভোর ৫:৫৭

ধীরে ধীরে, লোকের ভিড়ে হারিয়ে আমি গেলাম,

হাজার লোকের ভিড়ে তবুও নিঃস্ব আমি হলাম।

এই ভবের কোলাহলে মুখোশের লীলাখেলা,

ঘাপটি মেরে দেখছেরে মন,যাচ্ছে কেটে বেলা।

বেলায় বেলায় সন্ধ্যে হবে মানতে তুমি জাননা;

দুঃখগুলো অন্ধ হবে ফুরাবে দিন গননা ।

নগদ আশায় ভাসাই তরী, শুন্য জীবন পুর্ণ করি। ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৭৭ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৮১২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ