বিনোদন ১
আমি কৌতুক শুনতে/দেখতে/চাখতে খুব ভালবাসি।
একটা সময় ছিলো নানা জায়গায় ঢুড়ে বেড়াতাম কৌতুক/চুটকি/হাস্যরস/রম্য/ব্যঙ্গের খোঁজে। পরশুরাম থেকে মুজতবা। নসরুদ্দিন হোক্কা থেকে পাভেল। গোপাল ভাড় থেকে সিং। আহসান হাবীব থেকে মীরাক্কেল। চাক নরিস থেকে সত্যজিৎ।
একসময় সব ক্লিশে হয়ে গেলো।
আর্শীবাদ হয়ে এলো ফেসবুক/ইউটিউব/সামহোয়ার ব্লগ। ব্যতিক্রমি কন্টেন্ট, রিচ মিনিং, ম্যাসেজ বিটুইন দ্য লাইন। পলিটিকো, মিজারেবল হিউমার।
এখন হাস্যরস অনেক জীবন্ত। নতুন আধার পেয়েছি অনেক। আমাদের হুজুরদের ওয়াজ সেইরাম জাক্কাস লাগে। চিটাগাং রোডের মসজিদ গুলার খুৎবা যে না শুনেছে তার জীবন বৃথা। আমি প্রায়শঃই ঐ খুৎবা গুলো শুনতে যাই। “সে বিরাট ইতিহাস”।
আর ভালো লাগে ধ্রুপদি ভাষণ ”ভীতি বি”-তে (BTV) সরকারের মন্ত্রীদের ভাষণ। আনন্দাশ্রু বের হবেই আপনার। না হলে ”আপনার পয়সা” ফেরত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


