ঈশান বায়ূ অগ্নি নৈঋত ২০২২/০৭
কীর্তি
চীনা প্রবাদঃ তোমার সারাজীবনের অবদান লোকে ভুলে যায়; তোমার শেষ কীর্তি মনে রাখে।
ডেল কার্ণেগী সারাজীবন উদ্দীপনা, আশাবাদের "কোট" করে গেলেন, শোনা যায় চরম হতাশায় আত্মহত্যা করেছিলেন।
এলভিস প্রিসলি তারুণ্যের আনন্দের প্রতীক ছিলেন, ডিপ্রেশনে মারা গেলেল।
মাইকেল জ্যাকসন, এলভিস প্রিসলির মেয়ের জামাই, উদ্দাম তারুণ্যের গায়ক। গীত গানের শেষ ছিল না, বিত্ত বৈভবেরও শেষ ছিল না। "শেতাঙ্গ" হওয়ার অস্বাভাবিক বাসনায় অবসেশনে, হতাশায় করুণ মৃত্যু।
মার্লোন ব্রান্ডো থিয়েটার ঘরানার বাইরের অভিনয় শৈলি দিয়ে দুনিয়া মাতিয়েছেন। সেই সময়ের রক্ষণশীল সমাজে তাঁর রগরগে সমকামী যৌনতার ছবি বের হয়ে অভিনয় জীবন ঝরঝরে হয়ে গেল।
রবিন উইলিয়ামস সদা হাস্যজ্বল নায়কটি গভীর বিষাদে আত্মহত্যা করেছিলেন।
স্যার এলটন জন গগনচুম্বী জনপ্রিয় গায়ক। সমকামী ঘোষণা দিয়ে মেইনস্ট্রিম জনতা থেকে দূরে চলে গেলেন।
প্রিন্স চার্লস মুসলিম বিশ্বের সাথে গভীর যোগাযোগ আর কুরআনের উপর পড়াশুনা তাঁর সিংহাসনের আরোহনে বিশ্ব রাজনীতির নয়া মেরুকরণ হতে পারতো। তাঁর বিকৃত যৌনাচার, সমকাম আর বির্পযস্ত দাম্পত্য তাঁকে সিংহাসন থেকে দূরে সরিয়ে দিলো।
বঙ্গবীর কাদের সিদ্দিকী ছিলেন কাদেরীয়া বাহিনীর প্রধান। আর ১ সপ্তাহ যুদ্ধ চলতে থাকলে কাদের সিদ্দিকী ঢাকা দখল করতে পারতেন। ভারতীয় বাহিনীর সাহায্য ছাড়াই দেশ স্বাধীন হতো। ইতিহাস অন্যভাবে লেখা হতো। উড়ে এসে জুড়ে বসা সভাপতির সাথে রেষারেষিতে দল থেকে বিতাড়িত। রাজনৈতিক ক্যারিয়ার প্রায় শেষ।
ভূপেণ হাজারিকা সারাজীবন বাম রাজনীতি করে, সর্বহারার জন্য কেঁদে কেঁদে গান গেয়ে মানুষের অন্তরে গেঁথে গেলেন। সংসদ সদস্য হবার লোভে বর্ণবাদী বিজেপির কোলে গিয়ে বসলেন। বিজেপির টিকেটে নির্বাচনে গেলেন, নির্বাচনে হারলেন। বর্ণময় জীবন বর্ণহীন হয়ে গেলো। তাঁর গানগুলো এখন পরিহাসের মতো শোনায়।
বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমান ?!?!?!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


