ঈশান বায়ূ অগ্নি নৈঋত ২০২২/০৮
জন্ম নিবন্ধন
ঢাকা মহানগরীতে অনলাইন জন্ম নিবন্ধন চলতাছে। আমগো লাল মিয়ার নিবন্ধন উল্টাপাল্টা 69 হইয়া গেলো।
তার নাম লাল মিয়া,
তার বাপের নাম সোনা মিয়া।
গ্রহের ফেরে আউলা ঝাউলা হইয়া গেলো।
তার নাম হইল সোনা মিয়া,
বাপের নাম লাল মিয়া।
কাউন্সিলরের কাছে বিচার দিলো লাল মিয়া।
কাউন্সিলর ঘটনা বুইঝা সেক্রেটারিরে দিলো ধমক,
"মিয়ার জায়গায় মিয়া রাখ,
সোনা কাইটা লাল কইরা দে ।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



