ছেলেবেলায় স্কুলে যেতাম যখন, সকাল বেলা রোদ্রের মধ্যে দাঁড়িয়ে পিটি করাতো। শুধু কি তাই? জোর করে জাতীয় সঙ্গীতও গাওয়াতো। তখন মনে হয়ত কোন ভালবাসা ছিল না দেশের জন্য, বরং কিছুটা বিরক্ত হতাম, প্রতিদিন গাইতে হবে কেন? আজ, এখন যখন পোস্টটি লিখছি, আমার চোখ দিয়ে পানি পরছে, কেন এখন কেও আমাকে একবারো আমার জাতীয় সঙ্গীত গাইতে বলে না? বাধ্য করে না কেন?
এখন অনেক তৃপ্তি পাই যে স্কুলে থাকতে আমাদের গাওয়ার দিন যে মিস দেইনি(আসলে দিতে পারিনি), এটা অনেক সৌভাগ্য মনে হয় আমার।
আমার মনে আছে, আমরা স্কাউটে ছিলাম যখন প্রতি বছর স্কুলের খেলা আর সাংস্কৃতিক অনুষ্ঠান হত, সেখানে স্কাউটদের একটা পার্ট থাকত। আমরা "তীর হারা এই ঢেওয়ের সাগর" গানটার প্রদর্শনী করতাম। তখন রক্তে আগুন লাগত না, গানটা ভাল লাগত আর মাঝির মত সাজতে ভাল লাগত।
আজ এতগুলো বছর পর যখন স্টেজে উঠে "তীর হারা" গানটা করি, শরীরের প্রত্যেকটি রক্ত কনিকা লাফিয়ে উঠে।
ছোট বেলায় টিভিতে(তখন সাদাকালো টিভি দেখেছি) মুক্তিযুদ্ধের সিনেমা যখন দেখতাম খুব খারাপ লাগত, কান্না আসত। কিন্তু দেশকে ভালবাসতাম বলে মনে হয়নি কখনও। ভাবতাম ওরা নির্জাতন করেছে, তাই খারাপ লেগেছে। আমার পাওনা আমাকে দেয়নি তাই আমরা যুদ্ধ করেছি।
যুদ্ধে আমরা জিতেছি, ইতিহাস আমাদের হয়ে কথা বলে, ব্যাস আর কিছুই চাইনা। আর কিছু বুঝতেও চাইনা।
আজ যখন দেশের মানচিত্র নিয়ে সব শেয়াল, শকুন আর হায়েনার দল কামড়া-কামড়ি করছে, সবাই মিলে দেশটাকে ধংসের দিকে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছি দেশটাকে আসলে কত ভালবাসি...
প্লীজ তোমরা থামো। আমার সোনার বাংলাকে ওর নিজের মত থাকতে দাও। একটু বুক ভরে আমাকে দেশের সুবাতাস নিতে দাও, একটু বাচতে দাও আমাকে আর আমার অনেক অনেক অনেক ভালবাসার এই দেশকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





