খবর এবং পত্রিকায়ঃ সাভারে উদ্ধারকাজ দেখলেন খালেদা জিয়া।
সামনে দাড়িয়ে যা দেখলামঃ ম্যাডাম আসলেন, সবাই গাড়ি থেকে নামলেন, ৪-৫ মিনিট দাঁড়িয়ে নিজেদের নেতা কর্মীরা কথা বললেন, সাংবাদিকরা কিছু ছবি তুললেন, কোন প্রশ্নের জবাব দিলেন না, আরো ৫-১০ মিনিট পরে গাড়িতে উঠে চম্পট।
প্রশ্নঃ এত ঘটা করে দেশকে জানিয়ে এসে লাভ কি হল? জনগন কি পেল?
দাবীঃ প্লীজ নিজেদের চেহারা দেখাতে আসবেন না। এসে ভীর বাড়াবেন না। এই সংকটকে আপনাদের ভোটের জন্য ব্যাবহার করবেন না। আমরা নাটক দেখতে চাই না।
যা করতে পারতেনঃ ২০০গজ কাপড় দিতে পারতেন, ২০০ বোতল পানি। না জানিয়ে চলে আসতেন আর জিনিসগুলো দিয়ে চলে যেতেন।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





