ইউটিউব - বন্ধ
> বন্ধ করতে গিয়া পুরা গুগলের সার্ভিসই বন্ধ করে দিছে প্রায়, মাঝে মাঝে সার্চ ইঞ্জিনও আসে না। প্লে-স্টোরে ঢোকা তো মাঝে মাঝে সপ্নের মত লাগ।
ফেইসবুক - কিছু কইলে পুলিশ ধরবে
> স্ট্যাটাস নিয়া সাবধান। এই দেশে কোরআন পুড়লে ধর্ম যায় না, কিন্তু ফেইসবুকে একটা স্ট্যাটাস দিলে ধর্ম শ্যাষ।
ইন্টারনেট - আছে যে তাই তো বেশি।
> ব্যান্ডউইথ তো আলগা পড়ে আছে 40 Gbps, ইনফ্রাস্ট্রাকচার নাই তাই ইউজ করতে পারি না।
ইন্টারনেট স্পীড - সীরাম গতি ছিল, এখন তো দেশের সার্থে কমায়া ফেলছে।
> ঘোড়ার দামে কচ্চপ পাইছ, ভালো না? ভাল তো।
ইন্টারনেট প্রাইজ - 3 MB(11 TK), 15 MB(35 Tk), 1 GB(345 tk), জমিদারী দাম
> ইন্ডিয়াতে যে দামে (৩৫ টাকা) ১ গিগা পায় আমরা সেই দামে ১৫ এমবি কিনি। এম্নেই ১০ জিবির দামে ২ জিবি চালাই আমরা, তার উপরে স্পীড কমাইয়া এখন ৫০ জিবির দামে ২ জিবি চালাইতে হইব।
------
মাননীয়া স্পীকার, সম্পুর্ন সম্মান রেখেই বলছি, সব নিতি-নির্ধারক, বকলম গুলা এত উপ্রে বইয়া কাইতারী করতাছে... আর এরা পোষ্ট গুলা আটকানোতে আমরা চাকরী পাইনা...
প্লীজ আমাদের আর চো*না করবেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





