আমার কাছে Adobe Acrobat Writer 5.0 সফটওয়্যারটি আছে।
১. এখন আমি PDF Format এ কোন কিছু রাখতে চাইলে কিছু সমস্যা হচ্ছে। দেখা যায় নিচের দিকে কিছু অতিরিক্ত লেখা চলে আসতেছে। লেখা গুলো কি করে দুর করা যাবে? !@@!174507 !@@!174508
২. আবার যদি সেভ এজ করা ওয়েব পেজ থেকে কোন বাংলা লেখা আমি নিজে PDF Format এ তৈরী করতে যাই তখন বাংলা লেখা গুলো আর বাংলা থাকে না। একেবারে ভেঙ্গে শেষ। কি ব্যবস্থায় রাখলে আর বাংলা লেখা গুলোর কোন পরিবতর্ন হবে না? !@@!174549 !@@!174550
৩. এ ধরণের কোন ব্যস্থতা কি করা যাবে, আমি যে ফ্রন্টস এ PDF File টি তৈরী করবো (বিশেষ করে বাংলা ফ্রন্টস) ঐ ফরমেটে বা ঐ রকম সবাই দেখবে? যদিও পিসিতে যদি ঐ ফ্রন্টস না থাকে। অথ্যাৎ তৈরীর সময় যে ফ্রন্টস ব্যবহার করা হবে।
৪. PDF Formatএ করা কোন ফাইল কি অন্য ফরমেট এ কনর্ভাট করে সব কিছু একই রাখা যায়?
আর !@!11155 থেকে তো PDF File তৈরী করা যায়। কিন্তু আমি নিজে শিখতে চাচ্ছিলাম। কি করে করা যায়।
আরো একটা ব্যাপার হলো সামহোয়্যার ইন ব্লগ এ যে PDF File গুলো ডাউনলোড করা যায় তা কি পড়ে আর বৈশাখী ফ্রন্টস এ থাকে? খুব ভালো করে দেখলে মনে হচ্ছে সুটনী ফ্রন্টস হয়ে যাচ্ছে। আসলে কি তাই?
সবাইকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



