কিছুদিন আগে কোচিং ক্লাসে স্যার একটা মজার ফান বলেছিলেন...নোট করে নিয়েছিলাম সেটা..... আপনাদের সাথে শেয়ার করলাম..............
পুলিশ (Police) কে বিশ্লেষণ করলে,
P = Polite (ভদ্র, নম্র)
O = Obedient (বাধ্যানুগত)
L = Lawyer (আইনজ্ঞ)
I = Intelligent (বুদ্ধিমান)
C = Courageous (সাহসী)
E = Energy (শক্তিশালী)....
কিন্তু, আজকের পুলিশ! চলুন দেখি-
P= Perisher (যাকে কেউ পছন্দ করেনা)
O = Obnoxious (জঘন্য)
L = Lecherous (অভদ্র)
I = Inapt (অদক্ষ)
C = Cruel (নিষ্ঠুর)
E = Eccentric (অদ্ভূত)
প্লিজ আমাকে কেউ পুলিশ বিদ্বেষী ভাববেন না। এটা স্যারের ব্যক্তিগত অভিমত। দেশের আইন শৃঙ্খলার অতন্দ্র প্রহরী পুলিশ, সন্দেহ নেই...কিন্তু কিছু কিছু কর্মকান্ড হয়তো পুলিশকে নিচের বিশেষণগুলোতে বিশেষায়িত হতে বাধ্য করে!!!
হ্যাপি ব্লগিং, বাঁধ ভাঙার আওয়াজের সব ব্লগার ভাইয়া ও আপু....সবাই ভাল থাকুন। ৪ঠা নভেম্বর আমাদের সমাপনী পরীক্ষা। সবাই দোয়া করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




